৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৪১:০৭ অপরাহ্ন


নিউজার্সি স্টেট বিএনপি নর্থের সংবাদ সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
নিউজার্সি স্টেট বিএনপি নর্থের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ


বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর আয়োজনে গত ২৪ নভেস্বর নিউজার্সিতে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য গোলাম গোলাম রব্বানী, চৌধুরী শাহীন, বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, মানবাধিকারবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা শরিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মৌসুফ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, কামরান হাদী, সৈয়দ খালিদ আলী, এবাদ চৌধুরী, এনাম চৌধুরী, ফরিদ পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ খান, মাসুম চৌধুরী, বিএনপি নেতা হেলাল খান, জুয়েল মুন্না, রেজওয়ান আহমেদ, আব্দুল আউয়াল সিপার, জাকারিয়া খান, আব্দুল মুহিত রাহাত, সুমন আহমেদসহ অন্য নেতৃবৃন্দ, কোরআন তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সি নামে একটি সামাজিক সংগঠনের প্যাডে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান ও সহ-সভাপতি জাহাঙ্গির আলম মিলন নামে দুইজন ব্যাক্তি নিউজার্সি বিএনপি ও বিএনপির সুনামধন্য সভাপতি ও কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিত্ব সৈয়দ জুবায়ের আলীকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য লিখে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, যা নিউজার্সি বিএনপির নেতাকর্মীকে আহত করেছে এবং নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কুলাউড়া অ্যাসোসিয়েশন বিভক্তির খবর। এগুলো কমিউনিটির জন্যে অসনি সংকেত, যা আদো কাম্য নয়। কিন্তু বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীকে নিয়ে যে মনগড়া বক্তব্য আমাদের সংগঠন ও সংগঠনের সভাপতির মানসম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা লিখেছে সৈয়দ জুবায়ের আলী ২৭ বছর যাবৎ সভাপতি থেকেও খায়েশ মেটেনি তিনি আবারও সভাপতি হতে চাচ্ছেন, বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ সংগঠন, এ সংগঠনের সভাপতি-সম্পাদক হতে হলে যোগ্যতা লাগে আর ইচ্ছা থাকলেও দীর্ঘদিন দায়িত্বে থাকা সম্ভব নয়, যোগ্যতা ও কাজের মাধ্যমেই থাকতে হয়, আর সৈয়দ জুবায়ের আলী রাজপথের লড়াকু সৈনিক পরীক্ষিত সফল সংগঠক, তাই নিউজার্সি বিএনপি তাদের নেতা হিসেবে যতদিন প্রয়োজন সভাপতি হিসেবে তাকে রাখবে। আপনাদের জানা উচিত নিউজার্সি বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ জুবায়ের আলী ও আমি আলাউর খন্দকার, আমরাই নিউজার্সিতে বিএনপি জন্ম দিয়েছি, ১৯৯৫ সালে প্রথমে সৈয়দ জুবায়ের আলীকে আহ্বায়ক ও আমাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব হারিস চৌধুরী উপস্থিতিতে সম্মেলন করে সৈয়দ জুবায়ের আলী সভাপতি ও আলাউর রহমান খন্দকারকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট কমিটি হিসেবে আমরা অনুমোদিত হই। এরপর কয়েকবার যুক্তরাষ্ট্র বিএনপির মাধ্যমে সম্মেলন করা হয়, একবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের উপস্থিতিতে সম্মেলন করা হয়, সর্বশেষ যুক্তরাষ্ট্রে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মাধ্যমে কমিটি করার প্রস্তুতি নিলে আমি ও সৈয়দ জুবায়ের আলী কমিটিতে না থাকার ঘোষণা দেই। আমি ও আমাদের নেতাকর্মীরা সংগঠনের স্বার্থে সৈয়দ জুবায়ের আলীকে সভাপতি থাকার অনুরোধে করলে তিনি সম্মতি দেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক রুহুল কবির রিজভী ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়র হোসেন খোকনের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হোসেন পাঠান বাচ্চু নির্বাচিত হন। তাই বিএনপিকে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে অনাধিকার চর্চা করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে ক্ষমা চেয়ে তা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন