নায়াগ্রায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনের স্টিয়ারিং কমিটির বৈঠকে গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারর নির্বাচিত হয়েছেন।
স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। এ কমিটি আগামী ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত তিনজন-গিয়াস আহমেদ, কাজী সাখাওয়াত হোসেন আজম ও ফিরোজ আহমেদ রাজনীতিবিদ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শাহাব উদ্দিন সাগর মিডিয়া ব্যক্তিত্ব। ওয়াহিদ কাজী এলিন কমিউনিটি ব্যক্তিত্ব। নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর নেতৃবৃন্দ আগামী দিনে ফোবানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।