৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:০৪:৩৪ পূর্বাহ্ন


নিউজার্সি বিএনপির আনন্দ ভ্রমণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৫
নিউজার্সি বিএনপির আনন্দ ভ্রমণ বক্তব্য রাখছেন খন্দকার আব্দুল মুক্তাদির


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির আন্দোলন, সংগ্রাম, গৌরবময় ঐতিহ্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৬ সেপ্টেম্বর চার শতাধিক নেতাকর্মীকে নিয়ে আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম রিভারক্রুজের আয়োজন সবার কাছে প্রশংসিত হয়েছে। নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর পরিচালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, নিউজার্সি স্টেট বিএনপি প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ খান। সঞ্চালনায় সহযোগিতা করেন নিউজার্সি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সেলিম, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বিএনপি নেতা শরীফ লস্কর, মজনু আহমেদ, হারুন আহমেদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান মিজান প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনু, রোজি আজাদ, চন্দ্রা রায়, শিমুল খান, প্রমী তাজ, ক্লোজআপ তারকা রাজিব, মুমিত হাসান, হাসান মাহমুদ প্রমুখ।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বায়ক ছিলেন আবুল কালাম আজাদ খান, সদস্য সচিব ছিলেন আমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ মহসিন সেলিম ও খসরু পারভেজ, প্রধান সমন্বয়ক ছিলেন এনাম চৌধুরী সমন্বয়কের দায়িত্বে ছিলেন সৈয়দ খালিদ আলী, মাছুম চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা পরিষদ।

শেয়ার করুন