৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন


তুলসীর বক্তব্যে তোলপাড় : পুলকিত আ.লীগ
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
তুলসীর বক্তব্যে তোলপাড় : পুলকিত আ.লীগ তুলসী গ্যাবার্ড


ভারতে এসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ‘উদ্বিগ্ন’ প্রকাশের ঘটনার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ঢাকার রাজনীতিতে গরম হাওয়া বইছে। এক দিকে বিষয়টি নিয়ে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের ভীষণ অস্বস্তি দেখা দিয়েছে এর বিপরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ পুলকিত বোধ করছে। রাজনৈতিক মাঠ ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

কি বললেন তুলসী গ্যাবার্ড

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ যুক্তরাষ্ট্রের ‘উদ্বেগের একটি মূল জায়গাজুড়ে’ রয়েছে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দাপ্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ডের ওই সাক্ষাৎকারে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদের’ ওপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র। বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ‘ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের’ উত্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে; কিন্তু এটি উদ্বেগের মূল জায়গার একটি হয়ে রয়েছে। এছাড়া ‘ইসলামিক খিলাফতের’ আদর্শ নিয়ে কথা বলেন তুলসী গ্যাবার্ড। উগ্রপন্থী উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিকভাবে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে, তা নিয়েও কথা বলেছেন তিনি। তুলসী গ্যাবার্ড বলেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হলো ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা। এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যেকোনো ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে। তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয়। তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি যেটাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদ’ বলেন, সেটিকে নির্মূল করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

তুলসী গ্যাবার্ডের বক্তব্যে কয়েকটি দিক

প্রথম কথা হলো তুলসী গ্যাবার্ড পরিচয়ে জানা যায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। প্রথমে রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে। পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি। আমেরকিার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি (তুলসী) সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন। তবে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করলেও ভারতের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তাঁর সব সন্তানের হিন্দু নাম দেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি। আর এই তুলসী গ্যাবার্ড হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান। সবচেয়ে বড়ো ধরনের খবর হলো এবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে সফরে গিয়েই দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করায় তুলসীকে অভিনন্দন জানিয়েছেন মোদি।

কেনো তোলপাড় বাংলাদেশে

ভারতে এসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ‘উদ্বিগ্ন’ প্রকাশের ঘটনার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। এতে স্পস্টভাবে এবার তুলসী গ্যাবার্ড জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুব ভালো বন্ধু’ । এর পাশাপাশি তাঁরা অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের ওপর আলোকপাত করছেন বলে উল্লেখ করেছেন বলে তুলসী গ্যাবার্ড জানান। বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করা তাঁদের লক্ষ্যের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন এই মার্কিন কর্মকর্তা। সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তুলসী গ্যাবার্ড জানালেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে । আর সেই শুরু পরেই বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ যুক্তরাষ্ট্রের ‘উদ্বেগের একটি মূল জায়গাজুড়ে’ রয়েছে বলে উল্লেখ করার বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এলার্মিং। 

ড. মুহাম্মদ ইউনূসের হাতে সময় নেই কেনো?

সবচেয়ে বড়ো এলার্মিং হচ্ছে যুক্তরাষ্ট্র গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্য প্রকাশিত হওয়ার দিনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তেজগাঁওয়ের কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে তিনি সাপ সাফ জানিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই, আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি। আমরা তো বলেছি- ডিসেম্বরে নির্বাচন হবে। এর মধ্যে যা আমরা করতে চাই, যা করার সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। যত সংস্কার করার দরকার আছে করে ফেলা। 

কারও জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। প্রশ্ন হচ্ছে পুরো দেশে চলছে কানাঘুষা যে, ড. মুহাম্মদ ইউনূসের সরকার এবছরে নির্বাচন দিবে না দিতে চাইছে না। আর ঠিক তখনই যুক্তরাষ্ট্র গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পর নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের এমন তাড়াহুড়া করার বিষয়টি কৌতুহলের সৃষ্টি করেছে। আর এদিকে ভারতে এসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেনো নাড়াচাড়া দিয়ে উঠেছেন। বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে দেশ প্রতিনিধি আলাপ করে দেখেছেন যে, তারা আশা করছেন বাংলাদেশ নিয়ে ট্রাম্পের খেলা শুরু হয়ে গেছে, আর এখন নৌকা পালে বাতাস লাগবে..। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা তুলসী গ্যাবার্ডের রাজনৈতিক বক্তব্য। ভারতকে খুশি করে নিজেদের স্বার্থ উদ্ধার হতে পারে। তা ছাড়াও তুলসী গ্যাবার্ড আমেরিকার পলিসি তৈরি বা প্রয়োগ করেন না।

শেয়ার করুন