সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ছিল প্রতিনিয়ত। করোনাকালীন সময় থেকে ঊর্ধ্বগতি শুরু, সে লাগাম আর টেনে ধরা সম্ভবপর হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাস্তায় নেমে আসা লাখো মানুষের অন্যতম ক্রোধ ছিল ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন দুই মাস হলো। কিন্তু এ সরকারের সময় ওই মূল্যবৃদ্ধির গতি আরো বেড়েছে। মানুষ অস্থির। কিন্তু লাগাম টানা যাচ্ছে না। ইতিমধ্যে এ নিয়ে আবারও সোচ্চার মানুষ।
লাগামহীন নিত্যপণ্যের দাম নিয়ে মুখ খুলেছেন বাণিজ্য উপদেষ্টা। গত ১৪ অক্টোবর সোমবার তিনি পরিদর্শনে বের হন। কাওরান বাজারের পরিদর্শনের সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ কি না? এর জবাবে মাত্র দুই মাসেই নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলা যায় কি না-এমন পাল্টা প্রশ্ন রেখেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মাত্র দুই মাসে আপনারা একটা সরকারকে ব্যর্থ বলছেন। আর ১৫ বছরে যারা ব্যর্থ হলো, তাদের ব্যাপারে আপনারা কিছু বলছেন না। আর নিত্যপণ্য একটি জটিল বিষয়, এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে।’ নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটবাজি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুধু সিন্ডিকেটের কথা বলে তো আমরা পার পাবো না। এই সিন্ডিকেট যেন না হতে পারে আমরা সেই চেষ্টা করছি।
সরকার দাম বেঁধে দেওয়ার পরও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসছে না কেন-এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, দামবেঁধে কিন্তু পৃথিবীর কোনো দেশেই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমরা চেষ্টা করছি উৎপাদক, পাইকারি বাজার এবং ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্যে সামঞ্জস্য থাকে, খুব বেশি ব্যবধান যেন না হয়।
তিনি আরো বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম তাতে আমরাও খুব সন্তুষ্ট না, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভোক্তাদের কষ্টটা লাঘব করার জন্য। আমরা চাই না ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে লোকসান করুক, কিন্তু অস্বাভাবিক লাভ করাও আপত্তিকর। বিশেষ করে পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের মধ্যে দামের ব্যবধান অস্বাভাবিক হওয়ার বিষয়টি খারাপ।
কাঁচাবাজারে শাকসবজির দাম বৃদ্ধি হয়েছে কারণ বাজারে জোগান কম, চাহিদার থেকে জোগান কম হলে দাম বেড়ে যায়, সেটাই স্বাভাবিক। কারণ দেশের অনেক স্থানে বন্যা হয়েছে, তার ওপর আবার বৃষ্টি হচ্ছে, এতে অনেক জায়গায় ক্ষেতখামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়ছে বাজারের সরবরাহে। তবে তারপরও আমরা দাম কমানোর চেষ্টা করছি, বলেন বাণিজ্য উপদেষ্টা।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরই সিলেট, নোয়াখালী অঞ্চলে বন্যা। সেটা অব্যাহত উত্তরাঞ্চলেও। ফলে শাকসবজির বাজারে ঘাটতি দেখা দিয়েছে। এটাও কাঁচাবাজারের ঊর্ধ্বগতি হঠাৎ বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণও।