৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:১১:০৪ পূর্বাহ্ন


ভার্জিনিয়ায় সোনালী এক্সচেঞ্জের রেমিট্যান্স কার্যক্রম শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
ভার্জিনিয়ায় সোনালী এক্সচেঞ্জের রেমিট্যান্স কার্যক্রম শুরু সোনালি এক্সচেঞ্জের লোগো


সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সোনালী এক্সচেঞ্জ প্রায় দীর্ঘ ৩২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এ বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে রেমিট্যান্স সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্ক, নিউজার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা ও ভার্জিনিয়াতে রেমিট্যান্স সেবা প্রদানের কাজ পরিচালনা করছে।

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসীদের রেমিট্যান্স সেবা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট কর্পোরেশন কমিশন, ব্যুরো অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, সম্প্রতি মানি রেমিট্যান্স বিজনেস লাইসেন্সের অনুমোদন লাভ করেছে। এখন থেকে ভার্জিনিয়ায় বসবাসরত সব সম্মানিত বাংলাদেশি প্রবাসী Sonali Exchange (SECI) Mobile App ব্যবহার করে এবং বিভিন্ন স্টেট এ সোনালী এক্সচেঞ্জের ৯টি শাখা-বুথের রেজিস্টার্ড ঠিকানায় বিভিন্ন ধরনের চেক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মেইল করেও বিনা খরচে, দ্রুততম সময়ে ও নিরাপদে বাংলাদেশে প্রিয়জনদের নিকট টাকা পাঠাতে পারবেন। সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ মহসিন কবীর সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনদের কাছে রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গর্বিত অংশীজন হওয়ার পাশাপাশি দেশের ফরেন কারেন্সি রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সব সম্মানিত রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

রেমিট্যান্স সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন ২১২ ৮০৮ ০৭৯০ এ নম্বরে, সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে www.sonaliexchange.com

শেয়ার করুন