জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার আগমনকে কেন্দ্র করে বিভক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে-যেখানে ড. ইউনূস সেখানেই প্রতিরোধ। গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে ড. প্রদীপ রঞ্জন করের নেতৃত্বাধীন আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করে।
গত ১৫ সেপ্টেম্বর এ গ্রুপ এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন কনে । ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি যৌথভাবে পরিচালনা করেন হাছিব মামুন ও মোহাম্মদ আলী সিদ্দিকী। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অবৈধ দখলদার সরকারের প্রধান ড. ইউনূসের জাতিসংঘের প্রত্যেকটি কর্মসূচিকে প্রতিহত করতে সবাই দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হন।
এ লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এয়ারপোর্টে ড. ইউনূসকে প্রবাসীদের পক্ষ থেকে কালো পতাকা প্রদর্শন। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় বর্তমানে দেশে যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চলছে তার প্রকৃত চিত্র বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করা। তাছাড়া যেখানে ড. ইউনূস, সেখানেই প্রতিরোধ এ আলোকে অন্যান্য কর্মসূচি পালন করা।