৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৬:৪০ অপরাহ্ন


নতুন বছরে বিয়ানীবাজার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৪
নতুন বছরে বিয়ানীবাজার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নতুন কমিটি নতুন বছরে দায়িত্ব গ্রহণ করেছে। গত জানুয়ারি ওজনপার্কে বিয়ানীবাজার সমিতির নিজস্ব ভবনে বিদায়ী কমিটি নতুন কমিটিকে কাগজপত্র, আসবাবপত্র হিসাব ও চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির পুনর্নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, নবনির্বাচিত সেক্রেটারি রেজাউল আলম অপু, পুনর্নির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু। বিদায়ী সেক্রেটারি নজমুল হক মাহবুব ও দফতর সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত থেকে নতুন কমিটির সেক্রেটারির কাছে সব কিছু হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের সময় বিদায়ী সেক্রেটারি নাজমুল হক মাহবুব দেশ পত্রিকাকে বলেন, নগদ এবং ব্যাংকে ২ লাখ ৩৩ হাজার ১৭৫ ডলার, সমিতির ২০০ শত কবর যার দাম প্রায় ১ লাখ ২২ হাজার ডলার মূল্যের কাগজপত্র, ব্যবহৃত নথিপত্র, সদস্য তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেছি।

নির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু বিদায়ী কমিটির সেক্রেটারি ও দফতর সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদায়ী সেক্রেটারি নাজমুল হক মাহবুব নতুন কমিটিকে পুনরায় অভিবাদন জানিয়ে বলেন, সমিতির স্বার্থে নতুন কমিটিকে যে কোনো কাজের জন্য আমার সাহায্য ও সহযোগিতার হাত অবারিত থাকবে। নতুন কমিটি সমিতির ঐতিহ্যকে সমুন্নত রেখে কার্যক্রম পরিচালনা করবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন