৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:০৫:৩৭ অপরাহ্ন


প্যারিসে কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারে মেধাবীদের পুরস্কার বিতরণ
মুহাম্মদ নূরুল ইসলাম,প্যারিস থেকে
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৫
প্যারিসে কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারে মেধাবীদের পুরস্কার বিতরণ


ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার । এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ। 
গতকাল   ৬ জুলাই ২০২৫ রবিবার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCM IDF ) Stains পরিচালিত মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাফিন বিন হারুনের প্রানবন্ত কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মুহাম্মদ জালাল আহমেদ, বক্তব্য রাখেন মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, ইনি্জনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান, আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান, সিনিয়র শিক্ষক শেখ মারওয়ান।



শতাধিক অভিভাবক ও ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা  এবং শুভাকাংখীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল ক্লাসের ১-২-৩ স্থান অধিকারী ও উপস্থিতি এবং নৈতিকতা  সমন্বয় করে ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের রংতুলিসহ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ‍্য থেকেও কয়েকজনসহ প্রায় ৮০জনকে পুরস্কার প্রদান করা হয়। 

ছাত্রছাত্রীদের নিজস্ব বেশকিছু পরিবেশন দর্শকদের মনমুগ্ধ করে- এর মধ্যে কুরআন তেলাওয়াত করে তাসনুভা উদ্দিন, জাকিয়া নুরুল, সামাস্সা মুহাম্মদ, মাহি চৌধুরি, জিবরাইল প্রমুখ। ফ্রান্স ভাষায় কুরআনের কয়েকটি সূরা অনুবাদ করে সামিয়া ইসলাম ও আবু তালহা। হাদীস পাঠ করে আরবি ও ফ্রান্স অনুবাদসহ আদনান উদ্দিন, আনাস ইসলাম ও রাফি লিনা। চমৎকার অনুবাদ ও হাদীস পাঠে উপস্থিত দর্শকদের অনেকে আবেগে আপ্লুত হন। পরিশেষে পুরস্কার বিতরণ ও হালকা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

শেয়ার করুন