৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:১৪:১৫ পূর্বাহ্ন


নিউ ইয়র্ক সিটির স্কুল খুলছে ৪ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
নিউ ইয়র্ক সিটির স্কুল খুলছে ৪ সেপ্টেম্বর গভর্নর ক্যাথি হোচুল ও নিউ ইয়র্কের স্কুল কর্তৃপক্ষ আসন্ন শিক্ষাবর্ষে ‘বেল-টু-বেল’ স্মার্টফোন নিষেধাজ্ঞা বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছেন।


নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এ দিন থেকেই সমস্ত শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাস চালু হবে। শিক্ষকদের জন্য ২ ও ৩ সেপ্টেম্বর প্রস্তুতি ও প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার আগে ১ সেপ্টেম্বর পালিত হবে লেবার ডে, যা যুক্তরাষ্ট্রে ফেডারেল ছুটি হিসেবে পালন করা হয়। এ বছরের শিক্ষাবর্ষে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো স্মার্টফোন ব্যবহারে রাজ্যব্যাপী কঠোর নিয়ন্ত্রণ আরোপ। গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্কের সব কে-১২ (কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ গ্রেড) স্কুলে চলতি শিক্ষাবর্ষ থেকে “বেল-টু-বেল” স্মার্টফোন নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ, ক্লাস শুরু থেকে স্কুল ছুটি পর্যন্ত শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এই নীতির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা, ডিজিটাল আসক্তি রোধ করা এবং একটি মনোযোগবান্ধব শেখার পরিবেশ তৈরি করা।

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে নিউ ইয়র্ক সিটির প্রতিটি স্কুল নানা প্রস্তুতি নিচ্ছে। শ্রেণিকক্ষ প্রস্তুত রাখা, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি সরঞ্জামের যাচাই, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, এবং ‘ডিস্ট্র‍্যাকশন-ফ্রি’ নীতিমালা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষকরা প্রশিক্ষণের মাধ্যমে নতুন পাঠ্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং স্মার্টফোন নিষেধাজ্ঞা বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবগত হচ্ছেন। বিশেষভাবে, “বেল-টু-বেল” স্মার্টফোন নীতির বাস্তবায়নকে ঘিরে প্রতিটি স্কুল তাদের নিজস্ব ‘ডিস্ট্র‍্যাকশন-ফ্রি’ পরিকল্পনা তৈরি করেছে এবং তা ny.gov/phonefree

ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা সহজেই জানতে পারবে তাদের স্কুলে মোবাইল ফোন ব্যবহারে কী কী নিয়ম বলবৎ থাকবে। এছাড়া স্কুলে প্রবেশপথে নিরাপত্তা চেক, ক্যাফেটেরিয়া ও বাথরুম ব্যবহারে শৃঙ্খলা এবং নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সেশনও প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন স্কুলে ইন্টারনেট সংযোগ উন্নয়ন, শিক্ষার্থীদের মাঝে ট্যাব বা ল্যাপটপ বিতরণ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানেও জোর দেওয়া হচ্ছে। পরিবহন পরিষেবা, সময়সূচি ও হোমরুম সম্পর্কিত তথ্য অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে শিক্ষাবর্ষের শুরু থেকেই কোনো সমস্যা না হয়। মোটকথা, একটি সুশৃঙ্খল, নিরাপদ এবং প্রযুক্তি-নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।

সম্প্রতি, গভর্নর হোকুল ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অঞ্চলে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন যেখানে নিয়াগারা ফলস এবং ল্যাকাওয়ান্না স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ইতোমধ্যেই ‘ডিস্ট্র‍্যাকশন-ফ্রি’ নীতিমালা বাস্তবায়ন করেছে। এর আগে তিনি নিউ ইয়র্ক সিটি, ক্যাপিটাল রিজিয়ন, সেন্ট্রাল নিউ ইয়র্ক, হাডসন ভ্যালি এবং ফিঙ্গার লেইকস এলাকাতেও একই ধরনের মতবিনিময় সভা করেছেন।গভর্নর হোকুল বলেন, আমাদের শিশুরা তখনই সফল হয় যখন তারা শেখে ও বিকশিত হয় যখন তারা স্ক্রল বা ক্লিক করে, তখন নয়। এজন্যই নিউ ইয়র্কের স্কুলগুলো প্রস্তুত ‘বেল-টু-বেল’ স্মার্টফোন নিষেধাজ্ঞা কার্যকর করতে। তিনি আরও জানান, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ny.gov/phonefree ওয়েবসাইটে গিয়ে তাদের স্কুলের নির্দিষ্ট স্মার্টফোন নীতিমালা দেখতে পারবেন। ওয়েবসাইটটিতে এখন পর্যন্ত ১,০৭০টি পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট ও চার্টার স্কুল -এর নীতিমালা প্রকাশ করা হয়েছে, যা রাজ্যের প্রায় ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যজুড়ে প্রযুক্তির অপব্যবহার রোধ করে শিক্ষার্থীদের এক মনোযোগপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উন্নয়নমুখী শিক্ষাজগৎ উপহার দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

শেয়ার করুন