ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দফতর (স্টেট ডিপার্টমেন্ট)। গত ২২ জুন দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে এ সতর্কতা জারি করেছে।
পররাষ্ট্র দফতরের জারিকৃত নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র দফতর ‘বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরো সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘এই অঞ্চলের বা অন্য কোথাও যে কোনো দেশকে আমেরিকান বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করলে, আমাদের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তু করবে।’
যুক্তরাষ্ট্র গত ২১ জুন থেকে ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সেখান সরিয়ে নেওয়ার জন্য ফ্লাইট চালু করেছে।