আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমননার প্রতিবাদে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমযুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল।
পদযাত্রা শেষে তারা হাইকমিশনের কাছে একটি স্মারকলিপ প্রদান করবে।
বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রায় তিন সংগঠন হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, ‘‘ আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ প্রতিবাদের কর্মসূচি। আমাদের দেশের বিরুদ্ধে ভারতের উগ্রবাদী শাসকগোষ্ঠি যে আগ্রাসী কর্মকান্ড চালাচ্ছে পতিত স্বৈ্রাচার শেখ হাসিনাকে নিয়ে আমরা তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নিয়েছি।”
‘‘ আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এসব করে কোনো লাভ হবে না। এদেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। এতে রক্ষার জন্য আমরাও সর্বাত্মকভাবে প্রস্তুত।”
পদযাত্রা কর্মসূচি শুরুর আগে নয়া পল্টনে ট্রাকে স্থায়ী মঞ্চে থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির উদ্বোধন করেন।
এম মুনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্র দলের সা্ধারণ সম্পা্দক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সংক্সিপ্ত এই সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।
পদযাত্রায় তিন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে নয়া পল্টনের সড়কের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। কাকরাইলের নাইটেঙ্গল রেস্টুরেন্ট মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত দীর্ঘ সড়কে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো সমাবেশে পরিণত হয়। নেতা-কর্মীরা, ‘দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘রুশ-ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা আনব’, ‘রক্তে কেনা স্বাধীনতা, ভারতের আধিপত্য মানি না, মানব না’, ‘প্রতিবেশী বন্ধু চাই, প্রতিবেশী প্রভু নয়’, ‘ভুটান নয়, সিকিম নয়, এদেশ বাংলাদেশ বাংলাদেশ’ ইত্যাদি শ্লোগান দিয়ে পুরো পদযাত্রা মুখর করে রাখে।
পদযাত্রায় ব্যাপক মানুষের উপস্থিতি দেখে ফুটপাত এবং উচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকার মানুষজন করতালি দিয়ে পদযাত্রাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক মোড়, রামপুরা সড়ক দিয়ে বারিধারায় ভারতের হাইকমিশনের অভিমুখে যাবে বলে জানান ছাত্র দলের নেতৃবৃন্দ।
মিছিলের অগ্রভাগে ঢাাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল রয়েছে।