৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:১৪:৫৪ অপরাহ্ন


দেশকে সিয়াম আহমেদ
পেটে খাবার না থাকলে তো শিল্পচর্চা হবে না
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৪
পেটে খাবার না থাকলে তো শিল্পচর্চা হবে না সিয়াম আহমেদ


সিয়াম আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন সংস্কারের পক্ষেও অনেক কথা বলে যাচ্ছেন মিডিয়ায়। এতো সবের মাঝে নিজের কাজও করছেন ঠিক মতো। কি ভাবে পারছেন এতো কিছু। এ নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন। এখন সংস্কার কাজেও আপনার ভূমিকা বেশ প্রশংসনীয়। কিভাবে ম্যানেজ করছেন সবকিছু?

সিয়াম আহমেদ: আসলে ম্যানেজ করাটা কঠিন। কারণ আমাদের প্রফেশনটা এমন যে সবার সঙ্গে মিলেমিশে চলতে হয়। এখানে ন্যায় হোক আর অন্যায়। একটি পক্ষ্যে যাওয়া কঠিন। আমারা সবাই মুখে বলি যে ন্যায়ের পক্ষ্যে কিন্তু বাস্তবতা কঠিন। মনে করেন আপনি একটি কোম্পানিতে কাজ করছেন। ওটার মালিক কেমন সেটা কিন্তু আপনার পর্যায় থেকে যাচাই করা সম্ভব নয়। আপনি হতো কাজের পরিবেশটা দেখে চাকরিটা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে জানলেন যে মালিক ভালো না। তখন কিন্তু তার বিরোধিতা করা কঠিন হয়ে পড়ে। আমাদের খেয়ে-পড়ে বাঁচতে হয়। তাই চাইলেও সবকিছু পারা যায় না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমার সবকিছু ম্যানেজ করাটা কঠিন। তবে আমি সব কিছু ঠিক রেখেই এগোচ্ছি। 

প্রশ্ন: অনেক মানুষের প্রাণহানি হয়েছে...

সিয়াম আহমেদ : যে বাচ্চাগুলো মারা গেছে, এই বাচ্চাগুলো আমার ভাই, এই বাচ্চাগুলো আমার বোন, যে শিশুটি মারা গেছে সে আমার মেয়ে হতে পারত। এসব বিষয় নিয়ে যদি প্রত্যেক মানুষ চিন্তা করতে পারত, তাহলে আমরা আগেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারতাম। অনেক কিছুর সুন্দর সমাধান হতো। সরকার যদি ভুলও করত, তাহলে সুন্দরভাবে তা শোধরানোর সুযোগও পেত। সম্মানের সঙ্গে সুযোগ পেত। এভাবে হত্যাযজ্ঞ করে, ধ্বংস করার কোনো দরকার ছিল না।

প্রশ্ন: 'আলো আসবেই' নামের একটি গ্রুপ নিয়ে আপনার মন্তব্য কি?

সিয়াম আহমেদ: বিষয়টি সম্পর্কে আমি অবগত। আমার কোনোকিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। কেকোন শব্দ ব্যবহার করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে, দুঃখের ব্যাপার হচ্ছে এসব বিষয় আমার পছন্দ না। সামনে একরকম, আবার পেছনে আরেকরকম- এটা পছন্দ করি না। আমার কথা হচ্ছে, যদি কাউকে আপনি পছন্দ না করেন, তাহলে সরাসরি বলুন। এতে করে সুবিধা হয়। পেছনে গিয়ে সমালোচনা না করি। ছলচাতুরির কিছু নেই। সবার মতাদর্শ মিলবে না। মনের ভাব প্রকাশ করতেই পারেন। কিন্তু ভাষাটা শালীন হতে হবে। আমরা গলা চেপে ধরতে পারি না। নিজেদের সেক্টরের মানুষ যদি আঙুলটা কম তলেন, তাহলেই ভালো। সামগ্রিকভাবে সকল শিল্পীর জন্য এটা প্রযোজ্য। ক্ষমা মহৎ গুণ। তাদেরকে বলব, চিন্তাধারায় পরিবর্তন আনেন। না আনলেও তা আপনাদের ব্যত্তিগত বিষয়।

প্রশ্ন: আন্দোলনের সময় কোনোরকম ভয়-ভীতি দেখানো হয়েছে কি?

সিয়াম: যতগুলো জায়গা থেকে ভয়-ভীতি দেখানো যায়, সব জায়গা থেকে দেখানো হয়েছে। সরকারি সব জায়গা থেকে পেয়েছি। এ ছাড়া বেসরকারিভাবে যেসব এজেন্ট ছিল, সেসব জায়গা থেকেও ভয় দেখানো হয়েছে। আমি আমার বিশ্বাসে অটল ছিলাম। তবে, আব্বু-আম্মু-স্ত্রী দুশ্চিন্তা করেছেন। ঘরে ছোট বাবু আছে। স্ত্রীর দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।

প্রশ্ন: শিল্পীদের রাজনীতি করা উচিত?

সিয়াম: রাজনীতি করার অধিকার সবার আছে। এটা নাগরিক অধিকার। কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা যেন বেশি ভোকাল না হয়ে পড়ি। রাজনীতি করতে গিয়ে খুব বেশি যদি রাজনৈতিক পরিচিতি নিয়ে ফেলি, তখন আর শিল্পী পরিচয়টা থাকে না। তখনই সমস্যা দেখা দেয়। শিল্পীর বড় পরিচয় তিনি শিল্পী। কিন্তু বেশি মাত্রায় রাজনীতিবিদ হয়ে গেলে শিল্পী পরিচয় ঢেকে যায়। আর শিল্পীরা পর্দায় প্রতিবাদ করবে বাস্তব জীবনে চুপচাপ থাকবে, তা সাধারণ মানুষ মেনে নিতে পারে না।

প্রশ্ন: যুগে যুগে দেখা গেছে শিল্পীরাই সবার আগে প্রতিবাদ করে আসছেন?

সিয়াম: তাই করা উচিত। মিউজিশিয়ানের প্রতিবাদের একটা ভাষা আছে। তিনি প্রতিবাদ করবেন। যে শিল্পী ছবি আঁকেন, তিনি প্রতিবাদ করবেন ছবি এঁকে। অন্যায় হলে শিল্পীরা প্রতিবাদ করবেন। করা উচিত।

প্রশ্ন: জংলি সিনেমা কবে মুক্তি পাচ্ছে?

সিয়াম: জংলি সিনেমায় অনেকগুলো মানুষ কাজ করেছেন। অনেক সময় দিয়েছি আমরা। অনেক শ্রম দিয়েছি। অনেক ভালোবাসার সিনেমা এটি। জংলির সঙ্গে অনেক মানুষ কানেকটেড। কাজেই আমি চাই সুন্দর একটা সময়ে জংলি রিলিজ হোক। সম্প্রতি ডাবিং শেষ করেছি। দেশের সামগ্রিক অবস্থা পুরোপুরি ঠিক হোক। মানুষ বিনোদিত হওয়ার জন্য আরেকটু প্রস্তুত হোক। সুন্দর সময়ে জংলি সিনেমা হলে আনতে চাই।

প্রশ্ন: জংলি মূলত কী ধরনের সিনেমা?

সিয়াম: জংলি পুরো পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। ইমোশনের সিনেমা, পারিবারিক সিনেমা। পরিবার নিয়ে এই সিনেমা দেখা যাবে। দর্শকরা ভালো কিছু পাবেন।

প্রশ্ন: নতুন সিনেমার শুটিং কবে শুরু হচ্ছে?

সিয়াম: একটু দেরি হবে। অন্যান্য সেক্টরে শুটিং শুরু হলেও সিনেমায় শুরু হয়নি। সামগ্রিকভাবে পিছিয়ে আছে ফিল্ম সেক্টর। এখানে অনেক মানুষ জড়িত। অনেকগুলো চাকা মিলে এই সেক্টরের গাড়িটা চলে। আমার একার চাকা দিয়ে তো হবে না। কারও পেটে খাবার না থাকলে তো শিল্পচর্চা হবে না। আমরা তাড়াতাড়ি উত্তরণ করতে চাই।

শেয়ার করুন