৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:১৫:১১ অপরাহ্ন


ক্যাপ্টেন টিলি পার্ক নতুন প্রজন্মের কলকাকলিতে মুখরিত
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির স্কুল সাপ্লাই বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির স্কুল সাপ্লাই বিতরণ বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম দেলোয়ার


জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসের একটি ঐতিহ্যবাহী সংগঠন। একঝাঁক তরুণ প্রজন্ম প্রবাসী জ্যামাইকাবাসীর স্বার্থে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন জ্যামাইকাবাসীর সুখ-দুঃখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যখনই কোনো দুর্যোগ বা সমস্যা দেখা দেয়, তখনই এ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এ এফ মিসবাউজ্জামানসহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ অসহায় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন। অসহায় মানুষের পাশাপাশি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়েও নানা অনুষ্ঠান করে থাকে। তারই একটি হলো ব্যাক টু স্কুল সাপ্লাই প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য আনন্দ উৎসব। আসলেই পুরো অনুষ্ঠানটি শুধু স্কুল সাপ্লাই দেওয়া হয়নি। বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়। স্কুল সাপ্লাইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের খেলা এবং খাবার তুলে দেওয়া হয়। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক, পানির বোতলসহ অন্যান্য সামগ্রী।

চমৎকার এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি গত ২৩ আগস্ট বিকালে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে অনুষ্ঠিত হয়। সময় বিকাল ৬টায় থাকলেও অভিভাবকদের নিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা বিকাল ৪টা থেকেই পার্কে উপস্থিত হতে থাকে। তাদের সুন্দর করে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় পাঁচ শতাধিক নতুন প্রজন্মের উপস্থিতিতে ক্যাপ্টেন টিলি পার্ক যেন নতুন কুড়িতে পরিণত হয়। তাদের কলকাকলিতে পুরো পার্ক মুখরিত হয়ে ওঠে। লাইনে দাঁড়ানোর সময়ই তাদের হাতে আমেরিকার জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে তারা আমেরিকার জাতীয় পতাকা নাড়তে থাকে। সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে, সিনিয়র সহ-সভাপতি এ এফ মিসবাউজ্জবানের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক জে মোল্লা সানির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা সালেহ আহমেদ, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, অতিথি ডা. নাজমুল, অনুষ্ঠানের আহ্বায়ক এনায়েত মুন্সী, মেম্বার সেক্রেটারি সুমন খান, চিফ কো-অর্ডিনেটর কামরুল ইসলাম সনি, কো-অর্ডিনেটর রিমি ভুইয়া, ইকবাল আহমেদ, আক্তার বাবুল, আহসান হাবিব, উপদেষ্টা জুলকার হায়দার, মাহবুব ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানের বক্তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে স্কুল সাপ্লাই তুলে দেন।

শেয়ার করুন