১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:০৩:৩০ পূর্বাহ্ন


বাইডেন-মোদির ফোনালাপ : বাংলাদেশ প্রসঙ্গ ছিলো না
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
বাইডেন-মোদির ফোনালাপ : বাংলাদেশ প্রসঙ্গ ছিলো না জো বাইডেন ও নরেন্দ্র মোদী


হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে ২৬ আগস্ট সোমবার টেলিফোনে আলোচনা হয়েছে তার। কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে আলোচনার কোনো উল্লেখ নেই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা। তবে হোয়াইট হাউস বলেছে, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছে এতে। এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন।

এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলো সফর। জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেয়ার জন্য মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো-প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা।

জ্যাক সুলিভান-রাজনাথ সিং বৈঠক

 কৌশলগত বেশ্বিক বিস্তৃত অংশীদারিত্বকে আরও বৃদ্ধ করার গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এর একদিন পরেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মিটিং করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে তারা পারস্পরিক মূল কৌশলগত দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। এতে আরও বলা হয়, চারদিনের সরকারি সফরে ২২ আগস্ট বৃহস্পতিবার ওয়াশিংটন পৌঁছেছেন রাজনাথ সিং। তার এই সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করা। ২৩ আগস্ট শুক্রবার মিটিংয়ের পর রাজনাথ সিং এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিষয়ক কোম্পানিগুলোর সঙ্গে মতবিনিময়কে তিনি ফলপ্রসূ বলে অভিহিত করেন। তাদেরকে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে ত্বরান্বিত করতে ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানান। তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ভারত আত্মনির্ভর প্রতিরক্ষা খাত গড়ে তোলার চেষ্টা করছে।

আরেক পোস্টে তিনি বলেছেন, সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়ন ও উৎপাদনে ভারত ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো একসঙ্গে কাজ করবে। 

ইউএসআইএসপিএফ এক্সে দেয়া পোস্টে বলেছে, ইউএসআইএসপিএফ পরিচালনা পরিষদ এবং প্রতিরক্ষা শিল্পের নেতাদের সামনে প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্কের মূল্যায়ন করেছেন। ভারতে প্রতিরক্ষা খাতে কীভাবে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করে ২০৪৭ সালের দৃষ্টিভঙ্গিকে সামনে এগিয়ে নিতে পারে তা নিয়ে আলোচনা করেন। ইউএসআইএসপিএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুকেশ আঘি বলেছেন, প্রতিরক্ষা সম্পর্ক এবং কৌশলগত পথের মূল্যায়নের সঙ্গে যুক্ত আছেন রাজনাথ সিং।

শেয়ার করুন