৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৮:৪৯ পূর্বাহ্ন


হৃদয়ে নারায়ণগঞ্জের হৃদয় জয় করা বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
হৃদয়ে নারায়ণগঞ্জের হৃদয় জয় করা বনভোজন বক্তব্য রাখছেন প্রফেসর রফিকুল ইসলাম


অন্যতম আঞ্চলিক সংগঠন হৃদয়ে নারায়ণগঞ্জের হুদয় জয় করা বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট প্রকৃতির অপরূপ রূপে সাজানো ফ্লাশিং মেডোস করোনা পার্কে নারায়ণগঞ্জবাসীর এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মিলনমেলায় ছিল নারায়ণগঞ্জবাসী ছাড়াও কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা। এ সংগঠনের দক্ষ সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মূল ধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাকটিভিস্ট এহতেশামুল হক, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বনভোজনের আহ্বায়ক আনোয়ার আলী মিয়া, মেম্বার সেক্রেটারি হামিদ মাহমুদ, চীপ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদ, কো-অর্ডিনেটর শাহজাহান বাবুল, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরী, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, ফোরামের সাধারণ সম্পাদক গোলাম এম হায়দার মুকুট, সংগঠনের সদস্য আব্দুর রহমান, টাইম টিভির সিইও আবু তাহের, চ্যানেল আইওয়র উত্তর আমেরিকার প্রতিনিধি রাশেদ আহমেদ, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক ও ডিবিসির প্রতিনিধি কানু দত্ত প্রমুখ।

বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি তার বক্তব্যে হৃদয়ে নারায়ণগঞ্জ ইনকের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান এমন একটি সুন্দর আয়োজনের জন্য। তিনি আরো বলেন, বাংলাদেশ সোসাইটির প্রবাসের মাদার সংগঠন। আপনারাই আমাকে সেই সংগঠনের সাধারণ সম্পাদক বানিয়েছেন। আমরা সবাই মিলেমিশে কাজ করবো।

বিশেষ অতিথি ফাহাদ সোলায়মান বলেন, নারায়ণগঞ্জবাসীর সঙ্গে আমি আছি এবং থাকবো। প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে হৃদয়ে নারায়ণগঞ্জ অনেক ভালো কাজ করছে। আমি তাদের সে ধন্যবাদ জানাই।

সকাল থেকেই বনভোজন স্পটে লোকজন আসতে থাকে। বেলা যখন বাড়তে থাকে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এক সময় বনভোজন স্পটটি ছোট্ট একটি নারায়ণগঞ্জে পরিণত হয়। বনভোজনে আসা লোকজনকে স্বাগত জানান সংগঠনের সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম। দিনব্যাপী এ বনভোজনে অংশগ্রহণকারীরা আড্ডা মেরেছেন, খেলাধুলা করেছেন। নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি করেছেন। প্রবাসের এই ব্যস্ত জীবনে একটি দিন আনন্দ-উচ্ছ্বাসে কাটিয়েছেন নারায়ণগঞ্জবাসী।

দিনব্যাপী আলোচনা, খেলাধুলা এবং নাচগান শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক টিকেট, স্বর্ণালঙ্কর ৭টি পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি ও অতিথিরা এসব পুরস্কার তুলে দেন।

পড়ন্ত বিকালে সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম বনভোজনকে সার্থক এবং সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীর সুন্দর প্রত্যয় সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন