১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৮:১৫ পূর্বাহ্ন


সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন- অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন- অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান/ফাইল ছবি


সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা প্রয়োজন বলেছেন - অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার চাই। এটি করা গেলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

৭০ অনুচ্ছেদের কারণে জাতীয় সংসদের সদস্যরা কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাধীনভাবে ভোট দিতে বা ‘ফ্লোর ক্রস’ করতে পারেন না।

অ্যাটর্নি জেনারেল বলেন, ৭০ অনুচ্ছেদের কারণে আইন, বিচার বিভাগ ও শাসন বিভাগ প্রধানমন্ত্রীর হাতে চলে গিয়েছিল। এখন আমরা এমন বিচার বিভাগ চাই, যেখানে বিচার বিভাগ হবে জনগণের। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যে ছয় কমিশন করেছে, তাতে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিখিত মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এ সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিখিত বৈধতা দিয়েছেন।

শেয়ার করুন