জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে গত ৪ আগস্ট সন্ধ্যায় জুড়ী উপজেলাবাসীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আবুল খায়েরের (মজনু) সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সভার কাজ শুরু হয়। আলোচনায় সভায় অংশগ্রহণ করেন তালুকদার হাসনাত, আব্দুল করিম চাঁন মিয়া, মোহাম্মদ আব্দুল মোক্তাদির, জালাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ ফয়সল আহমেদ, আমিনুল ইসলাম শাহেদ, রাহেদ উদ্দিন, ঈসা রাদিপ, মোহাম্মদ নাহিব উদ্দিন, ইকবাল হোসেন, ফাহিম উদ্দিন আহমেদ, আবুল হোসেন, সাদউদ্দিন আহমেদ, মোহাম্মদ আবুল হোসেন, আতিকুল ইসলাম, জামাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১ সেপ্টেম্বর ২০২৪ বনভোজন ও মিলনমেলার তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, বনভোজনের জন্য একটি কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক মোহাম্মদ আবুল খায়ের (মজনু), সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ সচিব ফয়সল আহমেদ, সমন্বয়কারী জালাল আহমেদ চৌধুরী (পশ্চিমজুড়ী), আব্দুল মোক্তাদির (পূর্বজুড়ী), আবুল হোসেন (গোয়লবাড়ী), জাকির হোসেন (সাগর নাল), মামুন আহমেদ (ফুলতলা), আবুল হোসাইন (জায়ফর নগর) ইউনিয়নের প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়।
উল্লেখ্য, আসন্ন জালালাবাদ নির্বাচন-২০২৪ সভাপতি পদপ্রার্থী মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদ গনি প্যানেলে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবুল খায়ের মজনু মিয়া, সদস্যপদে মোহাম্মদ নাসির উদ্দিনকে মনোনয়ন এবং নির্বাচিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সর্বশেষে আহ্বায়ক সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।