৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৩১:২১ অপরাহ্ন


ব্রুকলিনে অ্যাংকর ট্রাভেলসের চতুর্থ শাখার উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
ব্রুকলিনে অ্যাংকর ট্রাভেলসের চতুর্থ শাখার উদ্বোধন কেক কেটে উদ্বোধন করছেন চিত্রনায়িকা মৌসুমী


কমিউনিটির পরিচিত মুখ এস এম মাইনুদ্দীন পিন্টু ওজনপার্কে একটি শাখা দিয়ে শুরু করেছিলেন ট্রাভেলস ব্যবসা। সেই সঙ্গে মানি ট্রান্সফার। সততা, নিষ্ঠা এবং পরিশ্রম সেই সঙ্গে উন্নত গ্রাহকসেবার কারণে অ্যাংকর ট্রাভেলস এবং মানি ট্রান্সফার আজকে প্রবাসী বাংলাদেশিদের কাছে আস্থা এবং নির্ভরতার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আরো গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে অ্যাংকর ট্রাভেলস অ্যান্ড সামম্যান মানি ট্রান্সফার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে একের পর এক শাখা প্রতিষ্ঠা করছে। এই প্রতিষ্ঠানের বর্তমানে ওজন পার্কে দুটি শাখা, জ্যাকসন হাইটসে একটি শাখা এবং সর্বশেষ গত ১০ মে, বাদ জুমা বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলিনে চতুর্থ শাখা উদ্বোধন করা হয়। প্রথমে দোয়ার মাধ্যমে এবং পরে ফিতা কেটে এই শাখার উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রুকলিনের বেলাল মসজিদের ইমাম মাওলানা মুফতি আনসারুল করিম। এই সময় ব্রুকলিনের আরো দুটি মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাংকার ট্রাভেলসের মালিক এ এস এম মাইনুদ্দীন পিন্টু। তিনি বলেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের ব্রুকলিন শাখার উদ্বোধন। আমাদের এই শাখা থেকে সাত দিনই গ্রাহকসেবা প্রদান করা হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এখান থেকে টিকেট ক্রয়, টাকা পাঠানোর আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজমসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।

বিকালে ফিতা ও কেক কেটে এই শাখার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ এস এম মাইনুদ্দীন পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সানম্যান মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন।

চিত্রনায়িকা মৌসুমী বলেন, আমার কাছে ভালো লাগছে, আমি একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। তিনি বলেন, অ্যাংকর ট্রাভেলস, সানম্যান মানি ট্রান্সফার ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা দিয়ে সুনাম অর্জন করছে। তাই তিনি প্রবাসী বাংলাদেশিদের অ্যাংকর ট্রাভেলস থেকে টিকেট ক্রয় এবং সানম্যান মানি ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রেরণের আহ্বান জানান এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অতিথিদের ফুলেল অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন