৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:০৮:৩২ অপরাহ্ন


প্রথম আলো উত্তর আমেরিকা ও সিবিএন টিভির প্রতিষ্ঠাবার্ষিকী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
প্রথম আলো উত্তর আমেরিকা ও সিবিএন টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ


কুইন্সের আগ্রা পার্টি হল যেন গত ২১ মার্চ হয়ে উঠেছিল বাংলা সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা। প্রথম আলো উত্তর আমেরিকা ও সিবিএন টিভির যৌথ আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মাতিয়েছিলেন নিউইয়র্কের কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই রাতটি ছিল আবেগ, শ্রদ্ধা আর সৃজনশীলতার এক অনবদ্য প্রতিচ্ছবি। ভিন্নতায় ভাবালুতায় নিউইয়র্কের জনসমাজে বরাবরের মতোই ভিন্নমাত্রার আনুষ্ঠান করেছে প্রথম আলো উত্তর আমেরিকা। 

সম্পাদক ইব্রাহীম চৌধুরী, নির্বাহী সম্পাদক মনজুরুল হক এবং সিনিয়র লেখক সাংবাদিক রহমান মাহবুব শুরুতেই সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। 

উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, হিউম্যান কনন্সার্ন ইউএসএ সম্পাদক মাসুম মাহবুব, নিউইয়র্ক সিটির হিউম্যান রাইটস কমিশনের প্রেস সেক্রেটারি লোরা ব্রান্টলি, এবিসিসিআই চেয়ারম্যান গিয়াস আহমেদ, নারী সংগঠক সালমা ফেরদৌস, প্রবীণ সংগঠক ও কমিউনিটি নেতা নাছির আলী খান পল, মোহাম্মদ আলী, নিউজার্সির পেটারসনের স্কুল বোর্ডের নির্বাচিত কমিশনার মোহাম্মদ রশিদ, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ‘কবিতার একপাতা’র সম্পাদক কবি ফারুক ফয়সল।

প্রথম আলো উত্তর আমেরিকার সাহিত্য বিভাগ নিয়ে কবিতা ও আলোচনা পর্ব শুরু করেন এইচ বি রিতা। সেখানে কবিতা পাঠ করেন, শরিফুজ্জামান পল, সুমন শামসুদ্দিন, আহমেদ সহুল, রাজিয়া নাজমী, নবনীতা দ্বিমিত্রা, স্বপন বিশ্বাস, মিয়া আছকির, শামস রুশো, আক্তার নাসিমা, কান্তা কাবির। বক্তব্য রাখেন মনিজা রহমান, শেলী জামান খান, রওশন হক, কুলসুম আক্তার সুমী, শামসুন ফৌজিয়া, সুরিত বড়ুয়া, রূপা খানম, সিমু আফরোজা। ‘টক অব দ্য উইক’ নামের ফেসবুক ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে কথা বলেন, ফরিদা ইয়াসমীন, সোহানা নাজনীন ও রোকেয়া দীপা। 

অন্যদের মধ্যে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক সাঈদ তারেক, ডিজিটাল ট্রাভেল এস্টোরিয়ার সিইও নজরুল ইসলাম, ল সোসাইটির সহসভাপতি মোহাম্মদ জুনেল, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, অ্যাংকর ট্রাভেলের সিইও মাইনউদ্দিন পিন্টু, সানমান গ্লোবাল এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সমাজসেবক ইঞ্জিনিয়ার ফজলুল হক, টাইম টিভি’র প্রশাসনিক কর্মকর্তা রাশীদা আখতার, সাংবাদিক জলি আহমেদ, আরিফুর রহমান, কলি ফারুক, আসিফুর রহমান, সাইফুল আলম, সায়ান সিদ্দিক, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম, সানজিদা উর্মি, তাসনুবা আনাম, মাসুম আহমেদ, শিল্পী মরিয়ম মারিয়া, মুক্তি জহির, কাবির আহমেদ, নুরুল খান, সাংবাদিক প্রতীক রহমান, কণ্ঠশিল্পী রোজী, কবি কাজী জহির, সাংবাদিক শামীম শাহেদ প্রমুখ।

অনুষ্ঠানের পাঁচ মাকে সম্মাননা জানানো হয়। রওশন হকের মা গুলশান আরা চৌধুরী, রোকেয়া দীপার মা হাসনা হেনা, মনজুরুল হকের শাশুড়ি রোকেয়া বেগম, এইচ বি রিতার মা আনোয়ারা বেগম এবং শেলী জামান খানের মা সাজেদা জামানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের দুলাল বেহেদু থেকে শুরু করে সাংবাদিক জলি আহমেদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার ফজলুল হক প্রমুখ। 

সম্পাদক ইব্রাহীম চৌধুরী ও নির্বাহী সম্পাদক মনজুরুল হক ও তার টিমের প্রতি উপস্থিত সবাই অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন