১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২২
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব


রকমারি দেশী ফলের সম্ভার ও সংগীতায়োজনের মধ্য দিয়ে আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত হল। এ উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে সমবেত হন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের দেশী ফলের সমারোহ ছিল।
ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানী করা যেতে পারে। আমাদের বিদেশ থেকে আমদানী না করলেও হয়। তিনি বলেন, দেশী ফলের সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো আমাদের ফল উৎসবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক রেজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, মোঃ আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চেীধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহানাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ। এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ক্লাবের সাবেক সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ফল উৎসবে দেশী ফলের মধ্যে ছিল আম, কাঠাল, করমচা, পেঁপে, ডেউয়া, লটকন, আমড়া, কাঠলিচু, আনারস, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আনার, কলা, ড্রাগন, টাইটুই, টিপটিপ ইত্যাদি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আলম দেওয়ান ও তার সহযোগীরা।

শেয়ার করুন