১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৫০:৪৫ পূর্বাহ্ন


মতবিনিময় সভায় ওহিদ আহমেদ
দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো বক্তব্য রাখছেন ওহিদ আহমেদ


সিলেট ৬নং আসন (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যে বসবাসরত, যুক্তরাষ্ট্রে সফররত ওহিদ আহমদের সাথে তার নির্বাচনী এলাকার লোকজন গত ২১ জুলাই সন্ধ্যা নিউইয়র্ক ওজনপার্কে এক মতবিনিময় সভার আয়োজন করে।

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র বিএনপির চেয়ারপারসন আন্তর্জাতিক বিভাগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, বিএনপির অন্যতম শক্তিশালী নেতা আ-ম ওহিদ আহমদ ও যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় বিভাগের অন্যতম সদস্য জিল্লুর রহমান জিলু। তারা দু’জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ং আসনের বিএনপির নমিনেশন প্রত্যাশি।

যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নীতিনির্ধারক, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে ও আতিকুল হক আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, সাবেক নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি হেলিম আহমদ, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সহসভাপতি বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরি পরিষদের অন্যতম নেতা আব্দুল মুমিত চৌধুরী ওমেল, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ, জাকির আহমদ, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিচিটর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল খান হারুন সহ অন্যান্য বিশিষ্ট অনেকে।

ওহিদ আহমদ তাে বক্তব্যে বিগত দিনে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করে সবার সহযোগী কামনা করে বলেন, যুক্তরাষ্ট্রের বিএনপির অন্যতম নেতা জিল্লুর রহমান জিলু ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে দলীয় মনোনয়নে প্রত্যাশি। তিনি বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী, দলের প্রতি আস্থা সম্মান ভালোবাসা রেখে বলছি, দল আমাদের থেকে যাকে মনোনয়ন দিবে, দলীয় স্বার্থে তাঁর পক্ষে কাজ করবো।

জিল্লুর রহমান জিলু তাঁর বক্তব্যে একইভাবে মনোভাব পোষণ করলে হলভর্তি নেতাকর্মী করতালির মাধ্যমে শ্রদ্ধা অপরিসীম ভালোবাসায় তাঁর বক্তব্যেকে স্বাগত জানান।

সভাপতি আজমল হোসেন কুনু অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন