১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


পদত্যাগ করবেন না চাক শুমার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
পদত্যাগ করবেন না চাক শুমার সিনেটর চাক শুমার


রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের তহবিলবিষয়ক একটি পদক্ষেপ আটকে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ায় নিজ দলের নেতাদের তীব্র চাপে রয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার। তবে তিনি নিজের অবস্থানে অটল আছেন। জানিয়ে দিয়েছেন, যত চাপই আসুক পদত্যাগ করবেন না। গত ২৩ মার্চ রোববার এনবিসি নিউজের মিট দ্য প্রেস প্রোগ্রামে তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দেন। 

চাক শুমার ডেমোক্র্যাট দলের একজন শীর্ষস্থানীয় নেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ সরকারি অর্থায়ন বিষয়ক একটি বিল আটকে দেবেন চাক শুমার- এমনটাই দাবি করছিলেন বেশ কিছু ডেমোক্র্যাট। কারণ, ওইসব বিল পাস হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নে সক্ষম হবেন। কিন্তু চাক শুমার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। চূড়ান্ত দফায় চাক শুমার ও ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন সিনেটর পক্ষে ভোট দিয়েছেন।

মিট দ্য প্রেসে চাক শুমার বলেছেন, একজন নেতা হিসেবে যা করার তাই তিনি করেছেন। তিনি বলেছেন, এই বিলকে আটকে দিলে সরকার অচল হয়ে পড়তো। এটা হলে ফেডারেল কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও গণসেবাবিষয়ক খাতে ছাঁটাই প্রক্রিয়া ত্বরান্বিত হতো। চাক শুমার বলেন, অবশ্যই সরকারের অর্থায়নবিষয়ক ওই পদক্ষেপ খারাপ ছিল। কিন্তু যদি সরকারে শাটডাউন হতো, তা হতো ১৫ থেকে ২০ গুণ খারাপ।

শেয়ার করুন