১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:১৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাফেলোতে নিহত দুই বাংলাদেশির পরিবারকে কনসাল জেনারেলের সান্ত্বনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
বাফেলোতে নিহত দুই বাংলাদেশির পরিবারকে কনসাল জেনারেলের সান্ত্বনা নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফের সন্তান কোলে কনসাল জেনারেল নাজমুল হুদা


বাফেলোতে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারকে সান্ত্বনা দিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা। তিনি গত ১ মে বুধবার বাফেলো সিটিতে গিয়ে আবু সালেহ মোহাম্মদ ইউসুফের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। নিহত বাবুল মিয়ার পরিবার জানাজার জন্য মেরিল্যান্ডে অবস্থান করায় তাদের সঙ্গে দেখা হয়নি।

কনসাল জেনারেল নাজমুল হুদা এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামাগলিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এ ভয়াবহ অপরাধের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন নাজমুল হুদা। পুলিশ কমিশনার তাকে জানিয়েছেন, ভয়ংকর হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। অপরাধটি বাংলাদেশি সম্প্রদায়কে লক্ষ্য করে হয়নি। এটি একটি বিচ্ছিন্ন অপরাধমূলক কাজ, যার (অপরাধীর) অতীতে একাধিক অপরাধমূলক কাজের রেকর্ড ছিল। তিনি ডাবল খুনের শিকার পরিবারসহ বাফেলোতে নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কনসাল জেনারেলকে। 

কনসাল জেনারেল নাজমুল হুদা বাফেলো শহরের মেয়রের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মেয়রের সঙ্গে এ সমস্যা নিয়ে আলোচনা করতে শিগগির তিনি আবারও বাফেলোতে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ইউসুফের পরিবারের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন।

প্রসঙ্গত, শনিবার (২৭ এপ্রিল) এক বন্দুকধারীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৩) ও বাবুল মিয়া (৫৮) হত্যাকা-ের ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন