৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন


নিউইয়র্ক সিটিতে অভিবাসন এজেন্ট সংখ্যা বাড়ানোর প্রস্তুতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
নিউইয়র্ক সিটিতে অভিবাসন এজেন্ট সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিউইয়র্কে আইস এজেন্টরা এক অভিবাসীকে গ্রেফতার করছেন


নিউইয়র্কে গত ১৯ জুলাই রাতে এক অফ-ডিউটি বর্ডার প্যাট্রোল এজেন্ট গুলিবিদ্ধ হওয়ার পর, হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নিউইয়র্ক সিটিতে অভিবাসন এজেন্টদের সংখ্যা ‘ফ্লাড দ্য জোন’ করার প্রস্তুতি নিচ্ছে। গত ২১ জুলাই এক ব্রিফিংয়ে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম ঘোষণা দেন, গুলিবিদ্ধ বর্ডার প্যাট্রোল এজেন্টের অবস্থা স্থিতিশীল রয়েছে। নোম বলেন, স্পষ্ট করে বলা যায়, এই অফিসার হাসপাতালে তার জীবনরক্ষার জন্য লড়াই করছেন কারণ মেয়র, সিটি কাউন্সিল ও অন্যান্য কর্তৃপক্ষ জনসাধারণের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছেন। তিনি নিউইয়র্ক সিটির স্যানচুয়ারি নীতি এবং মেয়র এরিক অ্যাডামসকে এই ঘটনার জন্য দায়ী করেন। মেয়র অ্যাডামস যদিও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তবে স্থানীয় কাউন্সিলের বাধার কথা উল্লেখ করে বলেন, আমি কেবল নিয়ম পালন করি, নিয়ম তৈরি করি না।

পুলিশ জানিয়েছে, এজেন্টটি বন্ধুর সঙ্গে ফোর্ট ওয়াশিংটন পার্কে ছিলেন, তখন দুটি স্কুটারে থাকা দুই ব্যক্তি অস্ত্র নিয়ে তাকে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে এজেন্ট ও সন্দেহভাজন দুজনের মধ্যে গুলিবিনিময় হয়। এক অভিযুক্ত, ২১ বছর বয়সী মিগুয়েল ফ্রান্সিসকো মোরা নুনেজ, যিনি একজন অননুমোদিত অভিবাসী এবং নিউইয়র্কে বহুবার গ্রেফতার হয়েছেন, গুলিবিদ্ধ হন। এছাড়া আরো একজন অবৈধ অভিবাসী সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্ডার বিশেষজ্ঞ টম হোম্যান বলেন, নিউইয়র্ক শহরের জেলখানায় একটি অফিস খোলার অনুমতি না পাওয়ায় তারা সেখানে কর্মী সংখ্যা বাড়াবে। ডিএইচএস নিউইয়র্ক সিটিতে আইসিই এজেন্টদের সংখ্যা বৃদ্ধি করবে। তিনি বলেন, তারা চাইছেন আমরা যাতে প্রবেশ করতে না পারি এবং ‘খারাপ লোকদের’ গ্রেফতার করতে না পারি। তারা সেই মানুষগুলোকে রাস্তার ওপরে মুক্তি দিতে চায়, যেখানে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তাই আমরা নিউইয়র্কে আরো এজেন্ট পাঠাবো, যারা তাদের খুঁজে বের করবে। হোম্যান আরো বলেন, এই স্যানচুয়ারি শহরগুলো ঠিক যেমন চায় না, ঠিক তেমনই তাদের এলাকায় আইসিইয়ের সংখ্যা বাড়বে।

অন্যদিকে মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের অপরাধ বিচার ব্যবস্থার সংস্কার এবং স্যানচুয়ারি নীতি পরিবর্তনের পক্ষে ছিলেন। তিনি বলেন, আমার মনোভাব স্পষ্ট বিপজ্জনক অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু যারা কঠোর পরিশ্রম করছে তাদের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। ট্রাম্প প্রশাসনের বর্ডার বিশেষজ্ঞ টম হোম্যান এ হামলার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নিউইয়র্কে অভিবাসন আইনজীবীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে। তিনি বলেন, ‘আমরা পুরো এলাকায় এজেন্টদের পাঠাবো। স্যানচুয়ারি শহরগুলো তাদের চায়নি, ঠিক তেমনই তারা পাবে আরো এজেন্ট কমিউনিটিতে।

তবে আইস ইতোমধ্যেই ট্রাই-স্টেট এলাকায় কঠোর অভিযান শুরু করেছে। তারা চাকরির স্থান, পার্ক এবং অভিবাসন আদালতের আশেপাশে অভিযান চালাচ্ছে, এমনকি আশ্রয় ও গ্রিন কার্ডের জন্য আবেদন করা ব্যক্তিদেরকেও আটক করেছে। অন্যদিকে ম্যানহাটন বোরো প্রেসিডেন্ট মার্ক লেভাইন বলেন, আইসিই আদালতের অনুমতি নিয়ে রাইকার্স জেল থেকে মানুষদের তুলে নিয়ে যেতে পারে। হোম্যান যা বলছেন, সেটা হচ্ছে অজানা মুখোশধারী এজেন্টদের আমাদের রাস্তায় পাঠানো, যারা পরিবারগুলো ভেঙে দেবে এবং কাজের জায়গায় ছত্রভঙ্গ করবে। এটা নিরাপত্তার জন্য নয়, বরং ভীতি সৃষ্টির জন্য। ট্রাম্প প্রশাসন এর আগে ঘোষণা দিয়েছিল, তারা ডেমোক্র‍্যাট শাসিত শহরগুলোর ওপর অভিবাসন আইনশৃঙ্খলা জোরদার করবে। নোম বলেন, আমরা এখানে আরো এজেন্ট পাঠাবো, আরো প্রশিক্ষণ দেবো এবং আরো সরঞ্জাম সরবরাহ করবো যেন তারা বিপজ্জনক এলাকায় কাজ করতে পারে। নিউইয়র্কে এ নতুন অভিযান আরো উত্তেজনা এবং বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে স্থানীয় সরকার ও ফেডারেল প্রশাসনের মধ্যে স্যানচুয়ারি নীতিকে কেন্দ্র করে মতবিরোধ চলছে।

শেয়ার করুন