১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আইপিএল ২০২২
গুজরাটকে হারিয়ে দ্বিতীয় জয়ে মুম্বাই
ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২২
গুজরাটকে হারিয়ে দ্বিতীয় জয়ে মুম্বাই জয়ের পর মুম্বাইয়ের অজি বোলার ড্যানিয়েল স্যামসকে ঘীরে উচ্ছাস/ছবি ক্রিকইনফো


আইপিলের চলমান আসরে পরপর দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের উপস্থিতিটা জাষ্ট জানান দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্টশুন্য দলের জন্য বাজে এক উদহরন।


অন্তত সে লজ্জা থেকে বাচলো। এখন দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেলেও তলানীতেই মুম্বাইয়ের অবস্থান।



শেষ ম্যাচে জিতেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটানসের বিপক্ষে।


এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ১৭৭ রান করেছিল মুম্বাই ৬ উইকেট হারিয়ে। কিষান


করেছিলেন সর্বোচ্চ ৪৫। এ ছাড়া অধিনায়ক রুহিত শর্মার ৪৩ ও টিম ডেভিডের শেষের দিকের ২১ বলে চার ছক্কায় ৪৪ রান উল্লেখযোগ্য। টাইটানসের রশীদ খান নেন দুই উইকেট।


এরপর খেলতে নেমে গুজরাট সুচনা করেছিল শক্তিশালী দলের মতই। ওপেনাররা খেলে ১০৬ রানের পার্টনারশীপ। এ সময় আউট হন শুভমান গিল ৩৬ বলে ৫২ করে। অপর ওপেনার বেশীক্ষন টিকেনি এরপর। ঋদ্বিমান সাহা ৪০ বলে ৫৫ করে আউট হয়ে যান। তবে রান সংগ্রহের তুলনায় একটু বেশীই বল খরচা করে ফেলেন এ ব্যাটসম্যান। এতে কিছুটা চাপ পরে পরের ব্যাটসম্যানদের উপর।


সেটাই সমস্যার কারন হয়ে যায়। তবু জিতে যেত। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ অনুকুলে নিয়ে যান অজি বোলার স্যামস। লাইন লেন্থে বল রেখে ব্যাটসম্যানদের বিগ শট নিতে বিরত রেখে জিতিয়ে দেন মুম্বাইকে ৫ রানে। ২০ ওভারে ১৭২/৫ করেছিল গুজরাট। 

শেয়ার করুন