১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গুলিস্তানের কাছে বঙ্গবাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৩
গুলিস্তানের কাছে বঙ্গবাজারে ভয়াবহ আগুন


ঢাকায় গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে একটি বহুতল ভবনের নীচ তলায় ভয়াবহ বিস্ফোরনের রেশ কাটতে না কাটতে এবার গুলিস্তানের পশ্চিমপ্রান্তে অবস্থিত বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ৪৭ টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাবোন কাজে যোগ দিয়েছে। 

মঙ্গলবার ভোরে সেহরি খেয়ে সাধারন দোকানি যখন ঘুমে, নিজের দোকানে যেতে প্রস্তিুতি নিচ্ছিল বা যেতে ব্যস্ত ঠিক তখনই আগুন লাগার ওই ঘটনা। ৬ টা বেজে ১০ মিনিটে খবর আসার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো খবর পেয়ে সেখানে যেতে শুরু করে। 

মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্তদের শপিংয়ের পছন্দের এ স্থানটি অবশ্য দীর্ঘদিনের। যা নির্মিত মুলত উপরে টিন ও কাঠ দিয়ে। দেশের অণ্যতম এ মার্কেট পাইকারি বাজারও। যেখান থেকে অনেক কাপড় পাইকারি যায় দেশের বিভিন্নস্থানে। 


এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পরছে চারদিকে বলে খবর পাওয়া যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসও। এছাড়াও বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্যকারী দল ও বিমানবাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। 



শেয়ার করুন