৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:২১:৪৬ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র আ.লীগের শপথ
‘হে জনক টুঙ্গিপাড়ার কবর থেকে আমাদের দোয়া করুন’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
‘হে জনক টুঙ্গিপাড়ার কবর থেকে আমাদের দোয়া করুন’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শপথ


‘জামায়াত ও অপশক্তি’ নির্মূলে শপথ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র আাওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ শপথ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র আাওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান দলীয় নেতাকর্মীদের এ শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি গত ১৫ আগস্ট সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আাওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন, শামসুদ্দীন আজাদ, লুৎফুল করিম, ড. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হিন্দাল কাদির বাপ্পা, মোহাম্মদ আলী সিদ্দিকী, খোরশেদ খন্দকার, শাহানারা রহমান, হাজি এনাম, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল মালেক, শাখাওয়াত বিশ্বাস, ফরিদ আলম, মিসবাহ আহমেদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, দরুদ মিয়া রনেল, শেখ আতিকুল ইসলাম, বদরুল হোসেন খান, আসাদুল গনি আসাদ, আখতার হোসেন, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া প্রমুখ।

ড. সিদ্দিকুর রহমান যে শপথ বাক্য পা ঠকরান তার ভাষা হলো-‘আমরা শপথ গ্রহণ করিতেছি যে, হে পিতা, হে জনক আমরা যতক্ষণ তোমার অপনামের বদলা নিতে না পারবো, ততক্ষণ আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। হে পিতা যতক্ষণ তোমার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দেশ-বিদেশে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবো।

হে জনক, তুমি টুঙ্গিপাড়ার কবর থেকে তোমার আদর্শের সন্তানদের দোয়া করো। যতক্ষণ আমরা স্বাধীনতাযুদ্ধের শত্রু-রাজাকার, আলবদর, আলশামস জামায়াতিদের নির্মূল করতে না পারবো, ততক্ষণ সংগ্রাম চালিয়ে যাবো।

১৫ আগস্ট বেদনার মুহূর্তে আরো শপথ নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সাম্রাজ্যবাদের দালাল ইউনূসকে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো।’

শেয়ার করুন