১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্কে শুরু হলো মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
নিউইয়র্কে শুরু হলো মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী ডাইভার সিটি প্লাজায় ঈদে মিলাদুন্নবী


উত্তর আমেরিকায় এ বছর নবী মোহাম্মদের (স:) জন্ম মাস মাহে রবিউল আউয়াল শুরু হয় ২৭ সেপ্টেম্বর, ২০২২। মাসটি শুরু হবার পর পরই বিশ্বের বিভিন্ন স্থানের মত নিউইয়র্কের মিনি বাংলাদেশখ্যাত জ্যাকসন হাইটসেও শুরু হয়েছে মাসব্যাপী মিলাদ উদযাপন প্রোগ্রাম। স্থানীয় মোহাম্মদী সেন্টার ২০১১ সনে এখানে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা ও ইনডোর অনুষ্ঠান করে অগ্রদূতের ভূমিকা পালন করে। পরের বছর ২০১২ সনের এপ্রিল মাসে মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালনের অনুষ্ঠান থেকে ঈদে মিলাদুন্নবীতে বাৎসরিক ছুটি চেয়ে ফেডারেল হলিডে ক্যাম্পেইন শুরু করা হয়, যা এখনোও চলমান আছে। দিনটি ঠিক করা হয় এপ্রিল মাসের শেষ সোমবার। যা ছিল ৫৭০ খৃষ্টাব্দের ১২ই রবিউল আউয়ালের দিন। যার ধারাবাহিতকতায় পরবর্তিতে সুখি নিউইয়র্ক, মুসলিম কোয়ালিশন অব নিউইয়র্ক, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ, উত্তর আমেরিকা মিলাদ কমিটি ও অন্যান্যরা প্রতি বৎসর ঈদে মিলাদুন্নবী পালন করে আসছেন এই ডাইভার সিটি প্লাজায়। উল্লেখ্য, গত ২ অক্টোবর ছিল মুসলিম কোয়ালিশন অব আমেরিকার মিলাদ উদযাপন -২০২২। দুপুরে বৃষ্টি ভেজা শোভা যাত্রা শেষে সবাই এ উপলক্ষে জড়ো হোন স্থানীয় কাবাবকিং এর দো’তলার পার্টি সেন্টারে। সেখানে চলে আলোচনা, নাত, সালাত ওয়া সালাম, দোয়া।  বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মুসলমানেরা এতে জড়ো হয়ে উদযাপন করেন ঈদে মিলাদুন্নবী। আল নূর সেন্টারের আয়োজনে আগামী শনিবার ৮ অক্টোবর বিকাল ৩টায় জ্যাকসন হাইটসে ২য় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে ডাইভারিসিটি প্লাজায়। এ ছাড়াও চট্টগ্রাম সমিতি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি ৯ অক্টোবর ব্রুকলীনের ২০২ এভিনিউ সিতে অবস্থিত পিএস ১৭৯ এ অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদেও ঈদে মিলান্নবী পালন করা হচ্ছে।

শেয়ার করুন