৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৪৫ পূর্বাহ্ন


সাম্রাজ্যবাদবিরোধী রোডমার্চ করবে বামদল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
সাম্রাজ্যবাদবিরোধী রোডমার্চ করবে বামদল


বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথসভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে জুন মাসের শেষের দিকে ‘সাম্রাজ্যবাদবিরোধী রোড মার্চ’ কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানবিক করিডোর, চট্টগ্রামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টার লিঙ্ক চুক্তি বাতিলসহ মার্কিন সাম্রাজ্যবাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তিসমূহ, বিভিন্ন শ্রেণি-পেশা ও জনগণকে সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে জুন মাসের শেষের দিকে ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

১ জুন ২০২৫ রাতে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার এক যৌথসভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কার্যালয় বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহম্মদ নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আহ্বায়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সমন্বয়ক মাসুদ খান, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দীন চৌধুরী লিটন, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু প্রমুখ।

সভায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষায় রাখাইনে করিডোর, চট্টগ্রামে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল লীজ, ইপিজেডে সমরাস্ত্রের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ এবং স্টার লিঙ্ক-এর সাথে যে চুক্তির কথা বলছে, তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। সরকার এ কাজে সফল হলে সাম্রাজ্যবাদী আধিপত্য শক্তির স্বার্থ রক্ষিত হবে।

সভায় বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় আমাদের দেশের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিরোধী নানা ধরনের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন জোরদার করেই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। এজন্য সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক শক্তিসমূহ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এবং যার যার অবস্থান থেকে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় এই আন্দোলন জোরদার করতে আগামী ১৩ জুন বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠনের প্রতিনিধি এবং সাম্রাজ্যবাদ বিরোধী দল সংগঠনসমূহের সাথে আলোচনা করে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি গ্রহণ করার বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বলা হয়, সরকার তার এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, জুনের শেষে ঢাকা-চট্টগ্রাম রোড মার্চসহ বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।

শেয়ার করুন