৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৭:৫২ অপরাহ্ন


পাকিস্তান সরকারের কাছে প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করুন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
পাকিস্তান সরকারের কাছে প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করুন


পাকিস্তানের একটি গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে ’৭১ পূর্ববর্তী সাবেক পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার আহ্বানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ নেতৃবৃন্দ। তারা বলেন, যুদ্ধের শেষদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধে জড়ানোতে মুক্তিযুদ্ধকে শুধু দীর্ঘমেয়াদে পরিণত হতে দেয়নি। পাকিস্তান সরকারের কাছ থেকে আমাদের অমীমাংসিত বিষয় সুরাহা করা এবং প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ আদায়, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান।

পাকিস্তানের গণমাধ্যম ‘দি ক্যাচলাইন’-এ গত ১৬ আগস্ট, ২৫ তারিখে প্রকাশিত এক নিবন্ধে গত বছর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পাকিস্তান সরকারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের হৃদ্যতার বিষয় উল্লেখ করে ৫৪ বছর পর ’৭১ পূর্ববর্তী সাবেক পাকিস্তান পুনর্গঠনের জন্য পাকিস্তান সরকারকে সিদ্ধান্ত নিয়ে কাজ করার আহ্বান জানানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আরাও বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক এ ভূখণ্ডের জনগণের ওপর চালানো প্রায় ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তির লক্ষ্যে এক জনযুদ্ধ। দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের মুক্তিসংগ্রামের ধারাবাহিকতায় ’৪৭ সালে ব্রিটিশের ষড়যন্ত্রে অবৈজ্ঞানিক-অনৈতিহাসিক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বাস্তবে পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত হয়। তারা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক প্রায় ঔপনিবেশিক শোষণের জালে আবদ্ধ হয়। দ্রুতই পূর্ব পাকিস্তানের মানুষ এই শোষণ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এ ভূখণ্ডের মানুষের স্বতন্ত্র জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। ২৩ বছরের রাজনৈতিক সংগ্রামে স্বায়ত্ত শাসন থেকে স্বাধীকারের দাবি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মুক্তিসংগ্রামে পরিণত হয়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের শহিদি আত্মদান, আড়াই লাখ মা-বোনের নির্যাতন ভোগ আর স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর ছাড়া সব নিপীড়িত মানুষের নানা মাত্রিক অংশগ্রহণে এ দেশের মানুষ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে। সুতরাং ক্যাচ লাইন পত্রিকায় যারা এ মুক্তিযুদ্ধকে ভারতের ইন্ধনে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন-গৃহযুদ্ধ বলে আখ্যায়িত করে বাস্তবে তা ইতিহাসের মিথ্যা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়।

বিবৃতিতে তিনি বলেন, উল্লিখিত নিবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত ও বাঙ্গালী হিন্দুদের ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। এ দেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠীও আমাদের জাতীয় মুক্তিসংগ্রামকে একইরূপে উপস্থাপন করে। আমাদের মুক্তিসংগ্রাম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক এ ভূখণ্ডের জনগণের ওপর চালানো শোষণ-বৈষম্য এবং ‘ভাগ কর, শাসন কর’ নীতি বাস্তবায়নের উপায় হিসেবে সাম্প্রদায়িকতা উসকানির প্রতিবাদে এ দেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। এটাই ছিল মূল নির্ধারক বাস্তবতা। ভারত ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব কৌশলগতভাবে আমাদের কিছুটা সুবিধা দিয়েছে মাত্র। যুদ্ধের শেষদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধে জড়ানোতে মুক্তিযুদ্ধকে শুধু দীর্ঘমেয়াদে পরিণত হতে দেয়নি। ভারত যুক্ত না হলেও এ দেশের স্বাধীনতাকামী মানুষ ঠিকই বিজয় ছিনিয়ে আনতো। আর আমাদের স্বাধীনতার সংগ্রামকে বাঙালি হিন্দুদের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বাস্তবে পাকিস্তানি শাসকগোষ্ঠী সেই পুরোনো কায়দায় মুক্তিযুদ্ধকে সাম্প্রদায়িক বিভাজনের ফল হিসেবে দেখাতে চায়। উল্লেখ্য, আমাদের ভূখণ্ডে ইসলাম প্রচারিত হয়েছে নিম্নবর্ণের কৃষক জনগোষ্ঠীর প্রকৃতির বিরুদ্ধ শক্তি এবং সামন্তীয় শোষকদের বিরুদ্ধে লড়াইয়ে জাতপাত বিভাজনের ঊর্ধ্বে উঠে তাদের ঐক্য ও মুক্তির নিশানা প্রদর্শক হিসেবে। এখানে তাই ধর্ম ছিল সম্প্রীতি ও ঐক্যের রূপে। কিন্তু ব্রিটিশ শাসকদের সাম্প্রদায়িকতা সৃষ্টির কৌশল এবং ভারতবর্ষের উঠতি ধনিকশ্রেণি নিজেদের গোষ্ঠীস্বার্থে হিন্দু-মুসলমান বিরোধ সৃষ্টি করে। একই কৌশল তারা ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নস্যাৎ করার জন্যও। কিন্তু তারা পারেনি আমাদের নিপীড়িত মুক্তিকামী জনগণের অসাম্প্রদায়িক চেতনার কারণে।

ফিরোজ আরো বলেন, গত বছরের ৫ আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির আস্ফালন দেখা যাচ্ছে। এরা দেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন করার দাবি জানানোর ধৃষ্টতাও দেখিয়েছে। কোথাও কোথাও পাকিস্তানের পতাকা ও আল কায়েদা, ইসলামিক স্টেটের পতাকা নিয়েও মিছিল করেছে; মব সৃষ্টি করে সাম্প্রদায়িক হামলা, হত্যা এবং মাজারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। কিন্তু এসবের বিরুদ্ধে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখিনি। বরঞ্চ সরকারের অনেক বক্তব্য ধর্মীয় উগ্রবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে।

 ফিরোজ অবিলম্বে সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও সব গণঅভ্যুত্থানের মৌল চেতনা অর্থাৎ বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্মীয় সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী সব অপশক্তির তৎপরতার বিরুদ্ধে সরকারের দৃঢ় ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে পাকিস্তান সরকারের কাছ থেকে আমাদের অমীমাংসিত বিষয় সুরাহা করা এবং প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ আদায়, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। তিনি সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে প্রতিহত করে গণঅভ্যুত্থানের অর্জনকে রক্ষার জন্য বাংলাদেশের সব বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আপামর জনগণের প্রতিও আহ্বান জানান।

শেয়ার করুন