৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৬:৫৯ অপরাহ্ন


সৌহার্দ সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
সৌহার্দ সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন গোলাপগঞ্জ সোসাইটির বনভোজনে অতিথি ও নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গোলাপগঞ্জ সোসাইটির বনভোজন সৌহার্দ সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই দিনব্যাপী এই চমৎকার বনভোজন এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনকে লক্ষ্য করে সকাল থেকেই মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রকৃতির অপরূপ রূপ এবং গাছের শীতল ছায়ায় দিনব্যাপী সবাই আনন্দ-উৎসব এবং আড্ডায় নিটোল সময় কাটিয়েছেন। প্রবাসে এখন বনভোজনে মৌসুম চলছে। সব বনভোজনেই কমবেশি ছন্দপতন হয় কিন্তু গোলাপগঞ্জ সোসাইটির বনভোজনে তার ছিটেফোঁটাও ছিল না। বর্তমান কার্যকরি কমিটি এবং আহ্বায়ক কমিটির প্রতিটি মানুষের আন্তরিকতা বনভোজনে আগতদের হৃদয় স্পর্শ করেছেন। অত্যন্ত পরিচ্ছন্ন এই বনভোজনে যারাই এসেছেন, তারাই আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। সকাল থেকেই আগতেদের বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। কয়েকশ মানুষের অংশগ্রহণে এস্টোরিয়ার পার্ক যেন একখণ্ড গোলাপগঞ্জে পরিণত হয়। বনভোজনে আড্ডা ছিল, খেলাধুলা ছিল, র‌্যাফেল ড্র ছিল, খাবার ছিল। দিন শেষে ছিল র‌্যাফেল ড্রসহ বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ।

সংগঠনের সভাপতি এবাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সল আহমদের পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্য টাওয়ার হেমলেটের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, এমাদ চৌধুরী, সেকিল চৌধুরী, ইনসোর চৌধুরী, সৈয়দ ফয়সাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের (একাংশের) সভাপতি মঈনুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কবীর চৌধুরী, এম আর খান, সেওয়ানুল হক চৌধুরী, শিল্পপতি শামীম আহমদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য আবুল কাশেম চৌধুরী, উপদেষ্টা আব্দুল হাসিব মামুম, বেলাল উদ্দিন, হাজী আব্দুর রহমান, কয়েস আহমেদ, জাবেদ উদ্দিন, জাহাঙ্গীর হাসাইন, রিপন মিয়া। বনভোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আহ্বায়ক এনাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব এমরান খন্দকার, সাবেক সভাপতি হেলিম উদ্দিন, আহমদ, শেখ আতিকুল ইসলাম, মুক্তারুল ইসলাম, আব্দুল এম চৌধুরী ওমেল, ফয়েজ আহমেদ চৌধুরী, দুদু মিয়া, সাবিরা চৌধুরী, মোস্তাফিজুর রহমান মুস্তাক, সাইফুল্লাহ সেবুল, জামাল উদ্দিন, হেনাজ উদ্দিন, আব্দুল মুক্তাদির, মেহবাহ উদ্দিন আহমেদ, সৈয়দ সেলিম আহমেদ, রেদওয়ান আহমেদ চৌধুরী, মোহাম্মদ চৌধুরী সবু, রেশাদ চৌধুরী, আকরাম চৌধুরী, দিনা চৌধুরী, সালেহ আহমেদ, নাহিদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম অপু, তারেক আহমেদ, আব্দুস সাত্তার দুলু, আজিজুল হক চৌধুরী মঞ্জু, ফজলে রাব্বী, রাফাত চৌধুরী, নাজমুল ইসলাম প্রমুখ।

পড়ন্ত বিকালে ছিল প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহমুদসহ অন্য শিল্পীদের পরিবেশনা, যা সবাই প্রাণভরে উপভোগ করেন। ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্রর ১৫টির মতো পুরস্কার বিতরণ। কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যার মধ্যে ছিল স্বর্ণের চেইন, আইফোনসহ অন্যান্য পুরস্কার। এগুলো অনেকেই স্পন্সর করেছেন।

বনভোজনকে সফল এবং সার্থক করার জন্য যারা বিভিন্ন সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি এবাদ চৌধুরী।

শেয়ার করুন