৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:১৮:২১ পূর্বাহ্ন


দারুল কিরাত ফুলতলী ট্রাস্ট নিউজার্সির সমাপনী অনুষ্ঠান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
দারুল কিরাত ফুলতলী ট্রাস্ট নিউজার্সির সমাপনী অনুষ্ঠান দারুল কিরাত অনুষ্ঠানের কয়েকটি দৃশ্য


প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরাসা নিউজার্সি শাখার সমাপনী ও পুরস্কার বিতরণ গত ১৬ আগস্ট সম্পন্ন হয়েছে। মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল আলম খানের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন দারুল কিরাতের নাজিম ও শাহজালাল-লতিফিয়া মাদরাসার সভাপতি সৈয়দ জুবায়ের আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পুরস্কার বিতরণ করেন শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর। বক্তব্য রাখেন-সেন্টারের প্রধান কারি মাওলানা মনিরুল ইসলাম, কারি মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল-হামিদ, কারি মাওলানা ফয়সাল আহমেদ, কারি হাফেজ আলা উদ্দিন, কারি মাহতাব আহমেদ, কারি সৈয়দ ইয়ামিন আলী, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-কমিউনিটি অ্যাকটিভিস্ট আহাইয়া খান, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, মঞ্চে উপস্থিত ছিলেন সেন্টারের কারি মাওলানা মানিক আল মুবিন, কারি আব্দুল আজিজ, কারি বখতিয়ার হোসেন তামিম, কারি জাফর উল্লাহ, কারি আব্দুল মুহিত প্রমুখ।

দারুল কিরাতের এ সেন্টারে এবার প্রায় দেড়শ ছাত্র-ছাত্রী ছয় সাপ্তাহর কোর্স কমপ্লিট করেন। তাদের পরীক্ষা শেষ হয় ১৩ আগস্ট ও প্রতিযোগিতা শেষ হয় ১০ আগস্ট। অনুষ্ঠানে জমাতে সুরা থেকে জমাতে সাদিস পর্যন্ত প্রতিটি ক্লাসে যারা ১ম ২য় ৩য় স্থান অধিকার করেছে, একইভাবে প্রতিযোগতায় ১ম ২য় ৩য় স্থান অধিকার করেছে, তাদের পুরস্কার দেওয়া হয়। এতে প্রায় ৮৬ জন ছাত্র পুরস্কার গ্রহণ করেন, জমাতে আউয়াল থেকে জমাতে সাদিস পর্যন্ত যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের সার্টিফিকেট প্রদান করা হয়, মসজিদ আল-ফেরদৌসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত এ সেন্টার ২০০১ সাল থেকে চালু রয়েছে এবার ২৫ বছর অতিক্রম করলো। এবারে ১৪ জন কারি শিক্ষতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন এবং প্রতিদিন ছাত্রদের ফুড দিয়ে সহযোগিতা করেন অনেকে, তাদের প্রতি ক্তৃজ্ঞতা প্রকাশ করা হয়। সর্বশেষে ছিল দোয়া ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউজার্সির সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারেকের সৌজন্যে বারবিকিউ পার্টি।

শেয়ার করুন