৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৬:২৭ অপরাহ্ন


সংবর্ধনা সভায় নাঈম টুটুল
আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৫
আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ অনুষ্ঠানে নাঈম টুটুলকে ফুলেল অভিনন্দন


আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি আবেগাপ্লুত। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনাদের ভালোবাসার মর্যাদা আমি রাখবো। এমন কোনো কাজ করবো না, যাতে আপনাদের মর্যাদা ক্ষত্নু হয়। বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিতে আমি সর্বশক্তি নিয়ে কাজ করবো। গত ১০ মে সন্ধ্যায় ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম টুটুল এসব কথা বলেন। অতি সম্প্রতি বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নাঈম টুটুলকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করে।

বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ও সভার আহ্বায়ক সালামত উল্লাহ। বাংলাদেশ সোসাইটির সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আলহাজ সোলায়মান ভূইয়া, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ফেনী জেলা সমিতির সাবেক সভাপতি জসীম ভুইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুল মন্নান, নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সদস্য হাসান জিলানী, লুৎফুল করিম, গোলাম হোসেন, এ টি এম রাসেল ভূঁইয়া, মহিউদ্দিন, ছালেহ আহমেদ মানিক, শরীফ হোসাইন, প্রফেসর আজাদ, সোলেয়মান, হারুন চেয়ারম্যান, সেলিম হোসেন, ফাহাদ, মামুন, সংবর্ধনা সভার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন কচি, প্রফেসর সৈয়দ আজাদ, প্রধান সমন্বয়কারী মো. ওমর ফারুক, সমন্বয়কারী সালেহ আহমেদ রুমেল, সদস্য সচিব মোহাম্মদ মহিন উদ্দীন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন, মো. মাহমুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের তরুণ সদস্য নাঈম টুটুল বলেন, দুই যুগের বেশি সময় ধরে রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার হিসেবে আমার ব্যবসায়িক জীবন হলেও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টের বোর্ডের সদস্য হওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি। প্রবীণদের অভিজ্ঞতা, নবীনদের তারণ্যের উদ্দীপনার মাধ্যমে নতুন একটি মাইলফলক সৃষ্টি করেছে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি। সেজন্য বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটিকে ধন্যবাদ। তিনি বলেন, আমার প্রবাস জীবনের ২৭ বছর এই ব্রুকলিনে ছিলাম। এখনো ঘুম থেকে উঠলে এই জনপদের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ব্যক্তিগতভাবে ক্রিস্টাল ক্রিয়ার, আপনাদের ভালোবাসায় ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পেরেছি উল্লেখ করে নাঈম টুটুল আরো বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি নোয়াখাইল্লা, আমি ব্রুকলিনের মানুষ এবং আমি বাংলাদেশি। আপনাদের এই ভালোবাসা আমার মূল শক্তি। তিনি বলেন, আমি মনে করি আমার দায়িত্ব পালন শুরু হয়ে গিয়েছে। আমি আমার সর্বশক্তি দিয়ে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের হৃদয়ে স্নেহের স্থানটি অক্ষুন্ন রাখবো। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির জন্মের সময় আমার জন্ম হয়নি। আজকে আমি সেই সংগঠনের ট্রাস্টি বোর্ডের সর্বকনিষ্ঠ সদস্য। আমার অভিজ্ঞতা হয়ত নেই কিন্তু তারুণ্য ও সাহস্য আছে। এক সময় অভিজ্ঞ এবং বয়স্কদের দিয়ে ট্রাস্টি বোর্ড গঠন করা হতো। এবার ভিন্নতা দেখলাম। নতুন প্রজন্ম এবং প্রবীনদের নিয়ে গঠন করা হয়েছে।

অন্য বক্তারা নাঈম টুটুলের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাঈম টুটুলকে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন