১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ০৪:৪৫:৪৮ পূর্বাহ্ন


রাকসু নির্বাচন ‘ওরশ শরীফ’ কিনা, প্রশ্ন রিজভীর
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
রাকসু নির্বাচন ‘ওরশ শরীফ’ কিনা, প্রশ্ন রিজভীর রুহুল কবির রিজভী


রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন কোনো ‘ওরশ শরীফ’ কিনা প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ওলাম দলের এই প্রতিবাদ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, রাকসুর নির্বাচন একদিন পর। সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙ্গে ছাত্রশিবিরের নেতারা সব ছেলে-মেয়েদেরকে খাবার দিচ্ছে। ইউনিভার্সিটির নির্বাচন কি কোন ওরস মোবারক নাকি ওরশ শরীফ যে তারা খাবার দেবে এবং আশে-পাশের মেসগুলাতে তারা ছাগল জবাই করছে। ওই বিশ্ববিদ্যালয়ে আমি ভিপি ছিলাম- আমাদের সময় তো এগুলো দেখিনি।

রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশোনার জায়গা। এই জ্ঞানচর্চার চর্চার জায়গাকে যদি আপনি পীর সাহেবের ওরশ শরীফ বানাতে চান তাহলে তো এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে মিলবে না।

১৯৮৯ সালে রাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকুস নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, যেখানে অনিয়ম মনে হয়েছে যেটা বেআইনি মনে হয়েছে আমরা সবসময় বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সে প্রশাসন সম্পূর্ণরূপের একটি বিশেষ রাজনৈতিক দলে এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোন কথা বলতে পারবে না। তারা যেভাবে বলবেন সেভাবে হবে। অথচ একের পর এক অনিয়ম, একের পর এক তারা এমন কাজগুলো করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেত থেকে।

জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন