১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:১৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ব্রুকলীন থেকে এক বাংলাদেশী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
ব্রুকলীন থেকে এক বাংলাদেশী গ্রেফতার ব্রুকলীনে গ্রেফতারকৃত বাংলাদেশী


নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীন থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ মে দুপুর ১২টায় ইউএস মার্শাল তাকে গ্রেফতার করে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম জানা যায়নি এবং কেন গ্রেফতার করা হয়েছে তাও জানা যায়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, ইউএস মার্শালের একটি দল তিন বাংলাদেশীকে নিউজার্সি থেকে ফলো করে আসছিলো। যদিও তারা কানেকটিকাটের নম্বর প্লেটের গাড়ি ড্রাইভ করছিলো। সূত্র জানায়, ইউএস মার্শাল তাদের নিউজার্সি থেকে তাড়া করে আসছিলো। শেষ পর্যন্ত তাদের ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় ডা. সবুরের অফিসের সামনে গাড়ি ব্লক করে। গাড়ি ব্লক করে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। বাকি দুই বাংলাদেশীকে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারকৃত বাংলাদেশীর বাড়ি সন্দ্বীপ।

এই গ্রেফতারের ঘটনায় পুরো ব্রুকলীন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন