৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৬:৫৫ অপরাহ্ন


সম্মিলিত মঙ্গল শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
সম্মিলিত মঙ্গল শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পহেলা বৈশাখের শোভাযাত্রা


‘অশুভের দুয়ারে শুনি-জনতার রণধ্বনি’ স্লোগানে নিউইয়র্কে সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটি নিউইয়র্ক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে।

গত ১৯ এপ্রিল অপরাহ্নে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৩০টি সংগঠনের নেতৃত্বে এই প্রথম সম্মিলিতভাবে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হলো। স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মঙ্গল শোভাযাত্রায় মানুষ বাঙালি পোশাকে, বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নিয়ে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসকে বাঙালি পাড়ায় রূপান্তরিত করেন।

বাংলাদেশের জাতীয় পতাকাসহ বাঙালি সংস্কৃতির জয়গানের নানা মোটিফ, মুখোশ, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে হাজারো প্রবাসী এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সংগীত পরিবেশন করে উপস্থিত সুধীজনদের বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সদস্য সচিব মুজাহিদ আনসারী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা উপ পরিষদের সদস্য সচিব সাবিনা হাই উর্বি।

শোভাযাত্রাটি বের হওয়ার আগে উন্মুক্ত মঞ্চে একক ও দলীয় সংগীত এবং নৃত্যে অংশ নেয় অনুপ ড্যান্স একাডেমি, উদীচী যুক্তরাষ্ট্র শাখা, উদীচী জ্যামাইকা শাখা, গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা, তারার আলো ইউএসএ, প্রকৃতি নিউইয়র্ক, বহ্নিশিখা একাডেমি, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), ভয়েস অব ওমেন ইমপাওয়ারমেন্ট ইউএসএ, মিথান ড্যান্স একাডেমি, রবীন্দ্র একাডেমি ইউএসএ, শিল্পকলা একাডেমি ইউএসএ ও সংগীত পরিষদের শিল্পীরা।

নিউইয়র্কে বাঙালির রাজধানী হিসেবে পরিচিত ‘জ্যাকসন হাইটস’-এর ‘বাংলাদেশ স্ট্রিট’-এর পাদদেশ দিয়ে মঙ্গল শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাঙালি পোশাকের শিশু-কিশোর, নরনারীর শোভাযাত্রা অতিক্রমের সময় ভিন্ন এক আমেজে আবিষ্ট হয় গোটা পরিবেশ। এ কারণে ঘণ্টাখানেকের জন্যে বহুজাতিক এ সমাজ থমকে দাঁড়িয়েছিল।

শোভাযাত্রায় শত শত মানুষ গানে গানে আপ্লুত হয়ে বাংলা নতুন বছরকে বরণের কর্মসূচি থেকে প্রিয় মাতৃভূমির কল্যাণে সবাই ঐক্যবদ্ধ থাকার সংকল্পও ব্যক্ত করেন। শোভাযাত্রাটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার ৭৪ স্ট্রিট হয়ে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৭৩ স্ট্রিট অতিক্রম করে আবারও ডাইভারসিটি প্লাজায় এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বাঙালি এবং ভিনদেশিরা হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

প্রসঙ্গত, মঙ্গল শোভাযাত্রাকে সফল করতে ৩০টি সংগঠনের প্রতিনিধি এবং দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে সৈয়দ মোহাম্মদ উল্লাহকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায়কে আহ্বায়ক, সাগর লোহানীকে যুগ্ম আহ্বায়ক, মুজাহিদ আনসারীকে সদস্য সচিব, সনজীবন কুমারকে যুগ্ম সদস্য সচিব ও রাশেদ আহমদকে প্রধান ব্যবস্থাপক করে ১০১ সদস্যবিশিষ্ট সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদ্যাপন কমিটি, নিউইয়র্ক কমিটি গঠন করা হয়। 

শেয়ার করুন