৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৫:২৯ পূর্বাহ্ন


বিএনপি উত্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৫
বিএনপি উত্তরের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন বক্তব্য রাখছেন আব্দুস সালাম


বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরের (উত্তর) উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ ব্রঙ্কসের আল আকসা চাইনিজ রেস্টুরেন্ট পার্টি হলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং গেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধক্ষ জসিম ভুঁইয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান ও বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জাফর তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, মানিক আহমদ, লিয়াকত আলী, শাহ কামাল উদ্দিন, আনোয়ারুল আলম ভুইয়া, জিয়াউল আহমদ জামিল, আখতার হোসেন নানু, কাওছার আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বিএনপি হচ্ছে সৎ ও আদর্শবান মানুষের দল আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরা এবং চোর-ডাকাতদের দল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বিগত পনেরোটা বছর দেশকে লুটেপুটে খেয়েছে। দেশের মানুষ দিনের পর দিন গরিব হলেও আওয়ামী লীগের নেতারা দেশ-বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাদের অবৈধ অর্থে বিদেশের মাটিতে গড়ে উঠেছে বেগমপাড়া। জনগণের টাকায় কেনা গুলি দিয়ে হাসিনা ২ হাজার নিরপরাধ ছাত্রকে গুলি করে হত্যা করেছেন। দেশের মাটিতে এই গণহত্যার বিচার একদিন হবে। তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন