৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১২:২৫ অপরাহ্ন


টিবিএন ২৪’র সম্মাননা প্রদান ও ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
টিবিএন ২৪’র সম্মাননা প্রদান ও ইফতার সাইটেশন হাতে টিবিএন’র কর্মকর্তারা


নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল হচ্ছে টিবিএন ২৪। ইতিমধ্যেই টিবিএন ২৪ চ্যানেলটি দর্শকদের মধ্যে বিপুলভাবে সমাদৃত হয়েছে এবং প্রবাসী বাংলাদেশীদের আস্থার চ্যানেলে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর টিবিএন ২৪’র আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৬ মার্চ উডসাইডের গুলশান টেরেসে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন টিবিএন ২৪’র পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষী, প্যানেলিস্ট, মূলধারার রাজনীতিবিদ এবং কম্যুনিটির সকল শ্রেণীপেশার মানুষ। টিবিএন ২৪’র সিইও আহমেদুল বার ভূইয়ার সভাপতিত্ব ও পরিচালনায় মহতি এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানী উইলিয়াম, কুইস বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা। সার্বিক সহযোগিতায় ছিলেন টিবিএন ২৪’ র পরিচালক হাবিবুর রহমান, সাঈদ আহমেদ। সহযোগিতায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ এফ মিসবাহউজ্জামান, টিবিএন ২৪’র কর্মকর্তা মোহাম্মদ বার ভুইয়া পারভেজ, এসাইমেন্ট এডিটর এহসান জুয়েল, প্রতিনিধি তাহিয়া রুবাইয়াত আপলা, রানা আহমেদ, একেএম মাহমুদুল হাসান, পিনাকি তালুকদার, রফিকুল ইসলাম মাতাব্বর। এ ছাড়াও অনুষ্ঠানে কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সব গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে যারা টিবিএন ২৪’র পৃষ্ঠপোষক, শুভাকাঙ্খি ও প্যানেলিস্ট তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন টিবিএন ২৪’র সিইও আহমেদুল বার ভূইয়া। পাবলিক এডভোকেট জুমানী উইলিয়াম কম্যুনিটিতে অনন্য ভূমিকার জন্য টিবিএন ২৪’র প্রতিনিধিদের সাইটেশন প্রদান করেন।

অনুষ্ঠানে গ্রেস মেং কম্যুনিটির উন্নয়নে এবং ইমিগ্র্যান্ট কম্যুনিটির স্বার্থে সবাইকে ঐক্যবব্ধ থাকার আহবান জানান। সেই সাথে টিবিএন ২৪’র ভূমিকার প্রশংসা করেন।

আহমেদুল বার ভূইয়া ইফতারে অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীতের ন্যায় আগামীতেও টিবিএন ২৪’র পাশে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ফায়েক উদ্দীন।

শেয়ার করুন