৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৭:০০ অপরাহ্ন


শেরপুর জেলা সমিতির ইফতার ও মিলাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
শেরপুর জেলা সমিতির ইফতার ও মিলাদ বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম


গত ১৫ মার্চ ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হল প্রবাসী শেরপুর জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের একটি মিলনায়তনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাইছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইফতার মাহফিলে আহ্বায়ক সাংবাদিক মোঃ আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মামুন রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা মোঃ ফারুক মিয়া, সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু প্রমুখ।

দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসাইন, উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ, সাংঠনিক সম্পাদক খন্দকার মেহেদি হাসান, মোঃ জহুরল ইসলাম, সংগঠনের কোষাধ‍্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল, গৌতম চক্রবর্তী মিন্টু, মোঃ রূপচাঁন মিয়া ও মাসুদ রেজা প্রমুখ । অনুষ্ঠানে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রাশেদ জামিল। 

শেয়ার করুন