৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১২:০৪ অপরাহ্ন


বিএনপি উত্তরের সভায় নেতৃবৃন্দ
দেশকে লুটে খাওয়ার দিন শেষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
দেশকে লুটে খাওয়ার দিন শেষ সভায় উপস্থিতি


পতিত স্বৈরাচার শেখ হাসিনা বিগত পনেরোটা বছর দেশকে লুটেপুটে খেয়েছে। দেশের মানুষ দিনের পর দিন গরিব হলেও আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই বিদেশের মাটিতে গড়ে উঠেছে বেগমপাড়া। সাধারণ মানুষের টাকায় কেনা গুলি দিয়ে শেখ হাসিনা দুই হাজার নিরপরাধ ছাত্রকে গুলি করে হত্যা করেছে। দেশের মাটিতে এই গণহত্যার বিচার একদিন হবে- কথাগুলো বলেছেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট ও লেখক আহবাব চৌধুরী খোকন। আহবাব চৌধুরী খোকন গত ১০ ডিসেম্বর নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত এক আনন্দ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি পতিত আওয়ামী লীগ সরকারের দায়েরকৃত মিথ্যা গ্রেনেড মামলা থেকে অব্যাহতি পাওয়ায় এই আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ার সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, এ জি এম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম, সোহেব আহমদ, বেলাল আহমদ চৌধুরী, লিয়াকত আলী, মোহাম্মদ আলী রাজা, সেবুল খান মাহবুব, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, সুলতান মাহমুদ সিদ্দিকি, জিল্লুর রহমান খান, শেখ আক্তার নানু, ফারুক কবির, তপদির রায় বরুন, কাওছার আহমদ, জিকরুল আমিন জুহেল, ইউছুফ আলী প্রমুখ ।

সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে বিএনপি ও তারেক রহমানকে দূরে রাখতে চেয়েছিল বলে ষডযন্ত্রমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ফরমায়েশি রায়ের মাধ্যমে তারেক রহমানের জীবনকে বিপন্ন করতে চেয়েছিল। আদালত তারেক রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় প্রমাণিত হয়েছে এই সকল মামলা পাতানো এবং ষডযন্ত্রমূলক।

সভায় অন্য বক্তারা বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার গণহত্যা, খুন ও গুমের বিচার হবে। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সবাইকে মিষ্টি মুখে আপ্যায়িত করা হয়।

শেয়ার করুন