৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১০:৪৯ অপরাহ্ন


কমিউনিটির কল্যাণ ও কাজই যার ব্রতী
টিভিএন ২৪-এর ভাইস প্রেসিডেন্ট হলেন এ এফ মিসবাউজ্জামান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
টিভিএন ২৪-এর ভাইস প্রেসিডেন্ট হলেন এ এফ মিসবাউজ্জামান স্ত্রী এবং তিন সন্তানসহ এ এফ মিসবাউজ্জামান


এ এফ মিসবাউজ্জামান। একজন সাদা মন এবং উদারচিত্তের মানুষ। কাজ পাগল একজন মানুষ। কমিউনিটি নিয়ে সারাক্ষণ যার চিন্তা-চেতনা। নির্লোভ, নির্ভেজাল এই মানুষটি দীর্ঘদিন ধরেই কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যাকে বলা যায়, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। পরোপকারী এ এফ মিসাবাউজ্জামান যেখানেই কমিউনিটির সমস্যা দেখেছেন, মানুষের দুর্দশা দেখেছেন, সেখানেই ছুটে গিয়েছেন। বর্তমান সমাজে তার মতো মানুষ বিরল। কাজও করেন নিরলসভাবে। দীর্ঘদিন ধরেই কাজ করছেন প্রবাসের একমাত্র জনপ্রিয় টিভি চ্যানেল টিভিএন২৪-এ। এ এফ মিসবাউজ্জানের জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে। ৮ ভাইবোনের মধ্যে এ এফ মিসবাউজ্জামান সবার ছোট। যদিও তার সঙ্গে যমজ একটি বোন রয়েছে। তার বাবা ক্যাপ্টেন ডা. সুজ্জাদ উদ্দিন আহমেদ। কাজ করতেন ব্রিটিশ আর্মিতে। মা মেহেরুন নেসা খাতুন গৃহিণী ছিলেন। ৬ ভাইয়ের মধ্যে প্রথম ভাই প্রফেসর ওয়াবুজ্জামান আহমেদ। তিনি ছিলেন ফৌজদার হাট ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন। দ্বিতীয় ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল লেইস আহমেদুজ্জামান। তিনি পাকিস্তানে স্যাটেল। তৃতীয় ভাই আবুল কালাম আশরাফুজ্জামান। তিনি পূবালী ব্যাংকের জিএম ছিলেন। চতুর্থ ভাই আবু তৈয়ব নূরুজ্জামান। তিনি কলম্বিয়া মেডিকেল সেন্টারে কাজ করতেন। পঞ্চম ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি ইমামুজ্জামান। বড় বোন মোর্শেদা আহমেদ। তিনি ১৯৭৫ সাল থেকেই লন্ডনে রয়েছেন। বোন নাজিয়া আহমেদ। তিনি কানাডায় বসবাস করছেন।

এ এফ মিসবাউজ্জামান দেশে এবং প্রবাসে লেখাপড়া করেছেন। তিনি তার চাকরি শুরু করেন ১৯৮১ সাল থেকে। তার কর্মস্থল ছিল সৌদি আরব। ফ্রান্স কোম্পানি এনসিএমএস। এই কোম্পানিতে তিনি ১৯৯২ সাল পর্যন্ত কাজ করেন। কাজের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদকও পেয়েছিলেন। সৌদি আরবে চাকরিরত অবস্থায় ১৯৯০ সালে বিয়ে করেন। অর্ধাঙ্গিনী হিসেবে বেঁচে নিয়েছিলেন নীনা আহমেদকে। ১৯৯২ সালে বাংলাদেশে ফিরে এসে মহাখালী কলেরা হাসপাতালে যোগদান করেন, যা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) নামে পরিচিত। এই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় মিষ্টিভাষী এ এফ মিসবাউজ্জামান ২০০১ সালে আমেরিকায় এসেছিলেন। তিনি এসেছিলেন বিল অ্যান্ড মিলিন্ডা ফাউন্ডেশনের গ্লোবালি হেলথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ১ মিলিয়ন ডলারের অ্যাওয়ার্ড তিনিই গ্রহণ করেছিলেন তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর চলেও গিয়েছিলেন। সাদালাপী মিসবাউজ্জামান আবার এসেছিলেন ২০০৩ সালে অসুস্থ ভাই নূরুজ্জামানকে দেখতে। ভাই নূরুজ্জামান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

স্বপ্নের দেশ আমেরিকায় এসে তিনি নিউইয়র্কে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম জীবনে কষ্টও করেছিলেন। অড জব করেছিলেন। একসময় স্বপ্নের দেশে স্বপ্নের চাকরি পেয়ে যান টিভিএন ২৪ চ্যানেলে। যদিও শুরু টাইম টিভি থেকে। স্বপ্নে দেশে থাকলেও বুকে সব সময় কষ্ট লালন করতেন। কারণ প্রিয়তমা স্ত্রী এবং কলিজার টুকরো সন্তানরা থাকতো জন্মভূমি বাংলাদেশে। এক সময় সব কষ্টের অবসান হলো। পুরো পরিবার বাংলাদেশ থেকে চলে এলো। চাকরির পাশাপাশি গর্বিত পিতা এবং দায়িত্বশীল স্বামী হিসেবে কর্তব্য পালন করেন। নিজে থাকতেন প্রবাসে, কিন্তু তার মন পড়ে থাকতো বাংলাদেশে পরিবারের কাছে। পরিবার চলে আসার পর তার জীবনে আসতে থাকতে সাফল্য। হাতে আসে সাফল্যের চাবিকাঠি। এ এফ মিসবাউজ্জামান একজন সফল পিতা। কারণ তার তিনটি সন্তানই মানুষের মতো মানুষ হয়েছে। যদিও এই সাফল্যের মূল কারিগর লীনা আহমেদ। স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে লেখাপড়া করিয়েছেন। তাদের তিন সন্তান নুজহাত জামান। বেলারো হেলথ কোম্পানিতে কাজ করছেন। দ্বিতীয় মেয়ে ইসরাত জামান। ইউএস নেভিতে কাজ করছেন। ছেলে রিহাব জামান। ফেডারেল রিজার্ভে কাজ করছেন। তিন সন্তানই বিবাহিত। সুখের সংসার করছেন।

এ এফ মিসবাউজ্জামান ২০১৬ সাল থেকেই টিভিএন ২৪ চ্যানেলে কাজ করছেন। এর পাশাপাশি তিনি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। যে কারণে তিনি কংগ্রেসনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক সাইটেশন পেয়েছেন। এগুলো ছিল তার ভালো কাজের স্বীকৃতি। মিডিয়ার পাশাপাশি তিনি সারা জীবন কমিউনিটির সেবা করে যেতে চান। কমিউনিটির সেবা করে তিনি আনন্দ পান। টিভিএনএর মাকেটিং ম্যানেজার হলেও এ পর্যন্ত আইন আদালত বিষয়ক প্রায় তিন শতাধিক শো করেছেন।

টিভিএন২৪-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিসবাউজ্জামানের পদোন্নতি

কমিউনিটির পরিচিত মুখ নিউইয়র্কের টিভিএন২৪ চ্যানেলের মার্কেটিং ম্যানেজার এ এফ মিসবাউজ্জামান কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেছেন। কর্তৃপক্ষ তার কর্মগুণে টিভিএন২৪ চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি দিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং টিভিএন২৪ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 

বিশিষ্ট সংগঠক ও টিভি ব্যক্তিত্ব এ এফ মিসবাউজ্জামান দীর্ঘ ৮-৯ বছর ধরে টিভিএন২৪ চ্যানেলের মার্কেটিং ম্যানেজার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

বার্তা সংস্থা ইউএনএর সঙ্গে আলাপকালে এ এফ এম মিসবাউজ্জামান বলেন, নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং মিডিয়ার সংখ্যাও বাড়ছে। উদীয়মান কমিউনিটির সেবার সাধ্যমতো কাজ করার পাশাপাশি যথাযথভাবে দায়িত্ব পালন করেই তিনি এগিয়ে যেতে চান। তিনি তার কর্মক্ষেত্রে আরো সফলতার জন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

শেয়ার করুন