৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫১:১৩ অপরাহ্ন


চূড়ান্ত ভোটার ১৮ হাজার ৬১৩ : জ্যামাইকা ৪৮৬৫, ব্রুকলিন ৪৩৭৩, কুইন্স ৩৯১৯, ব্রঙ্কস ৩৫৬৭, ওজনপার্ক ১৮৮৯
বাংলাদেশ সোসাইটির নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের হাতে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর


বাংলাদেশ সোসাইটির সম্ভাব্য নির্বাচনের তারিখ আগামী ২৭ অক্টোবর রোববার। আগামী ২২ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেছেন। বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি এই তথ্য জানিয়েছেন।

গত ১৭ আগস্ট বিকালে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দীন মাহবুব, সাহিত্য সম্পাদক ফসাল, কার্যকরি সদস্য ফারহানা চৌধুরী ও সাদী মিন্টু, নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, সদস্য আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন, মেহবুবুর রহমান বাদল, ও আহবাব চৌধুরী খোকন। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিমুর রহমান বোরহান, আব্দুল হাসিম হাসনু, শাহজাহান সিরাজি, এমদাদুল হক কামাল, মোহাম্মদ আতোয়ারুল আলম। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনির কাছে চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি দেশ পত্রিকাকে জানান, বাংলাদেশ সোসাইটির এবার ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩ জন। এর মধ্যে লাইফ মেম্বার রয়েছেন ৮৫৪ জন। বাকি ১৭ হাজার ৭৫৯ জন সাধারণ ভোটার। যেদিন ভোটার হওয়ার শেষ দিন ছিল (৩০ জুন) সেদিন রাতেই সভাপতি ঘোষণা করেছিলেন লাইফ মেম্বারসহ মোট ভোটার ১৮ হাজার ৩৩০ জন। যদিও তিনি বলেছিলেন, আমরা তাড়াহুড়ো করে উদ্ভূত পরিস্থিতির কারণে এই সংখ্যা ঘোষণা করেছি। তবে চাড়ান্ত ঘোষণার সময় কিছুটা কমবেশি হতে পারে। চূড়ান্ত ঘোষণায় দেখা গেল আগের ঘোষণার চেয়ে ২৮৩ ভোট বেশি হয়েছে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানান, নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ২৭ অক্টোবর। আগামী ২২ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এবারো কুইন্স, ব্রুকলিন, জ্যামাইকা, ব্রঙ্কস এবং ওজনপার্কে ভোটকেন্দ্র হবে। তবে এবার সবচেয়ে ভোট জ্যামাইকা কেন্দ্রে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৮৬৫ ভোট, দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রুকলিন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৩৭৩। কুইন্সে এবার ভোটার সংখ্যা ৩ হাজার ৯১৯, ব্রঙ্কসে ৩ হাজার ৫৬৭ এবং ওজনপার্কের ভোটার সংখ্যা ১ হাজার ৮৮৯।

এদিকে এখন চলছে প্যানেল গঠনের কাজ। দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে লড়ছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। অপর প্যানেলে সভাপতি রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। রুহুল-জাহিদ প্যানেলের পক্ষ থেকে গত সপ্তাহে তাদের প্রার্থিতা চূড়ান্ত করা হয় এবং ঘোষণা দেওয়া হয়। রুহুল-জাহিদ প্যানেলের অন্য পদে কারা থাকবেন, তা নিয়ে প্যানেলের মুরব্বিরা কাজ করছেন, সভা-সমাবেশ করে যাচ্ছেন। আগামী কিছু দিনের মধ্যেই পুরো প্যানেল ঘোষণা করা হবে। তবে সহ-সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে নওশাদ হোসেন, অন্যান্য পদে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-মাইনুল উদ্দীন মাহবুব, শাহাদাত হোসেন, নাদের এ আইয়ুব, রিজু মোহাম্মদ, সাদী মিন্টু, রুমানা আহমেদ, আলমগীর হোসেন।

অন্যদিকে সেলিম-আলী প্যানেলের মুরব্বিও প্যানেল গঠন নিয়ে ব্যস্ত রয়েছেন। এই প্যানেলের সম্ভাব্য সহ-সভাপতি হিসাবে রয়েছেন মহিউদ্দিন দেওয়ান, কাজী শাখাওয়াত হোসেন আজম, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি। অন্য পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- আহসান হাবিব, মোস্তফা অনিক রাজ, এ বি সিদ্দিক পাটোয়ারি প্রমুখ।

শেয়ার করুন