৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০:৪০ অপরাহ্ন


এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্র জাপার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্র জাপার যুক্তরাষ্ট্র জাপার দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ


সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিক পান করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। গত ১৪ জুলাই সন্ধ্যায় ওজনপার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, জাপার সিনিয়র সহ-সভাপতি হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো. আউয়াল মুন্না, যুগ্ম-প্রচার সম্পাদক মহিবুল আলম, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল ওহাব, সদস্য আবিদুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওজন পার্ক ইসলামি সেন্টার খতিব ও ইমাম মওলানা মঈন উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নাছির হোসেন, আমানউল্লাহ, মতিন প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের জন্ম হয়েছিল বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি ৯ বছর শাসনে দেশের উন্নয়ন করেছেন। আজ ক্ষমতাসীন সরকার যে উন্নয়নের গান শোনাচ্ছে তা শুরু করেন পল্লীবন্ধু এরশাদ। তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি জুমার নামাজ পড়ার জন্য প্রতি শুক্রবার অফিস বন্ধ ঘোষণা করেন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তিনিই করেছিলেন। সারা দেশে উন্নয়ন তারই অবদান। তারা আরো বলেন, পল্লীবন্ধু এরশাদ একটি কথা বলতেন ৬৮ হাজার গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সেই আদর্শ আমরা মনে প্রাণে ধারণ করে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়বো। তারা বলেন, আজ দেশের মানুষ শান্তিতে নেই। কারণ ছাত্রসমাজ আজ ক্লাস বর্জন করে রাজপথে তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এই সরকার বাংলাদেশের মানুষের জনজীবন অতীষ্ঠ করে তুলেছে। তাই এই মুহূর্তে প্রয়োজন জাতীয় পার্টির সরকার। 

শেয়ার করুন