৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১২:২৮ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র শ্রমিক দলের দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
যুক্তরাষ্ট্র শ্রমিক দলের দোয়া মাহফিল শ্রমিক দলের দোয়া মাহফিলে নেতৃবৃন্দ


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি গত ১৫ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি চাইনিজ রেস্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শ্রমিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নিয়োগ দেয়ায় গোলাম ফারুক শাহীনকে ফুলেল অভিনন্দন জানানো হয়।

যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়াাপার্সনের বিশেষ উপদেষ্টা গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিডি জসীম উদ্দিন, আমিনুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না, শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ হাসান, দেওয়ান কাউছার, মোহাম্মদ হাসান, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোহাম্মদ এম হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, শফিকুর রহমান তপু, জাফর তালুকদার, রুবিনা চৌধুরী তপু, মন্টু চেয়ারম্যান, মোহাম্মদ আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটসের সহকারি ইমাম। অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম।

শেয়ার করুন