৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন


মুন্সীগঞ্জ বিক্রমপুর এসো’র বনভোজন অনুষ্ঠিত
জলি আহমেদ
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
মুন্সীগঞ্জ বিক্রমপুর এসো’র বনভোজন অনুষ্ঠিত বক্তব্য রাখছেন এম আজিজ


যুক্তরাষ্ট্রের প্রকৃতিতে এখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। প্রচণ্ড গরমের মধ্যেই সব ধরনের প্রতিকূলতা উপেক্ষা করে এক হয়েছেন শত শত বাঙালি। ভেদাভেদ ভুলে মেতেছেন আনন্দে। এ যেন সুদূর প্রবাসে বিক্রমপুরবাসীর এক মিলনমেলা। আর সেই সুযোগটি করে দিয়েছে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক। গত ৭ জুলাই তাদের বার্ষিক বনভোজন হয় নিইউয়র্কের কর্টন পয়েন্ট পার্কে। হার্ডসন নদীর পাশে ছায়াঘেরা স্নিগ্ধ এক সবুজ পরিবেশ যেন আপন করে নিয়েছিল এসব বাঙালিদের। আর তাই তো প্রায় ছয়শত অতিথি মেতেছিলেন আনন্দে। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে দিনটি পার করেন বাঙালিরা। বনভোজনে ছিল নানান আয়োজন। ছিল শিশুদের মার্বেল বাছাই, বয়স ভিত্তিক ১০০ মিটার দৌড়, মহিলাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া ছিল মহিলাদের পিলোপাস, পাতিল ভাঙা, যেমন খুশি তেমন সাজো এবং অন্যান্য খেলা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই। প্রধান আকর্ষণ হিসেবে ছিল র‌্যাফেল ড্র। সোনার গহনা, আইফোন, ল্যাপটপ, টিভিসহ আরও অনেক পুরস্কার। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় সম্মাননা। বনভোজনের র‌্যাফেল ড্র এর গ্র্যান্ড স্পন্সর তথা প্রথম পুরস্কার সোনার নেকলস দিয়েছে ইউর ড্রিম হোম কেয়ার। তাছাড়া আরো ছিলো গাইডেন্স রিয়েলিটি হোম, এটর্নি মঈন চোধুরী, ডা. শারমিন ফেরদৌস আশা, মাসুদ রানা তপনসহ আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা এখানে এসেছি একটি পরিবারের মতো। সবার সঙ্গে পরস্পরের যোগাযোগ থাকবে। প্রবাসের মাটিতেও আমরা এক হয়ে থাকব। একে ওপরের সহযোগিতায় এগিয়ে আসবো। আমিও সব সময় যেভাবেই হোক বাঙালি কমিউনিটির পাশে দাঁড়াতে চেষ্টা করি। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ বিক্রমপুরের কৃতি সন্তান সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি আব্দুর রব মিয়া, আব্দুর রহীম হাওলাদার, রুহুল আমিন সিদ্দিকী, মোস্তাক আহমেদ নিউটন ও কাজী সেলিম খান। মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আহবায়ক মির্জা মনিরুজ্জামান শামীম, প্রধান সমন্বয়কারী মো. শাহাদাত হোসেন, চেয়ারম্যান বনভোজন কমিটির ইকতারুজ্জামান রতন, সদস্য সচিব শরীফ রহমান টুটুল এবং গ্লোবাল নিইউয়র্ক ট্রাভেল ও ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর শারমিন জামান, মুন্সিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ সিদ্দিক পল্লব, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইকতারুজ্জামান, কাজী জামান (বিটু),আবু ছায়েম ঢালি, আহ্বায়ক এডভোকেট এম ডি আজিজ, সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, মোঃ নওশাদ হোসেন, হাবিবুর রহমান দেওয়ান, হুমায়ুন খান, লালমিয়া তালুকদার, মনু তালুকদার, আজিজুল হক, সলিম কাল, কানাডা থেকে আগত আকাশ ইসলাম (খাইরুল), আবদুল, মোঃ আওলাদ হোসন, বাচ্চু হাওলাদার। পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুর রব বাবুল, আমজাদ হোসেন (সেলিম), সাদী মিন্টু, মোঃ আশরাফুল আলম শিবলী, মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক এস এম হাসান জামান, গাজী বাদল, আশরাফুল ইসলাম (খসরু), এস এম শাকিল আহাম্মেদ, এ জেড জাহাঙ্গীর, সমন্বয়কারি সৈয়দ এ আর ফারুক, এ তাহের রোকন, আব্দুর মতিন হাওলাদার, মানিক বাবু, মোঃ হাকিম আলী, কাইয়ুম স্বপন, যুগ্ম সদস্য সচিব মোঃ দেলোয়ার শিপন, মোঃ ফারুক হোসেন, মাসুদ রানা তপন, মোঃ মনসুর আহাম্মেদ, মোঃ খোরশেদ আলম, মোঃ মাজহারুল ইসলাম সংগ্রাম, সার্বিক সহযোগিতায় ছিলেন- মির্জা গিয়াস উদ্দিন আহাম্মেদ, মোঃ হুমাউন খান, নাজমুল আলম শ্যামল, ইকবাল হোসেন, তারেক হাসান খান, কামাল হোসেন, আবুল বাসার, ভুলু, গেলাম হোসেন, কাজল ইসলাম কাজল, বিলকিস আক্তার মিয়া, ডাঃ কামরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম জিকু, ডাঃ তারেকুল ইসলাম খান অনিক, ডাঃ শারমিন ফেরদৌস আশা, ডাঃ রাশেদুল হাসান, আতিকুর রহমান স্বপন, রতন হাওলাদার, আতিকুর রহমান স্বপন, মতিন সিকদার, ধলু,উরম। সার্বিক ব্যবস্থাপনায় আকরাম হোসেন বিপ্লব, আরিফুর রহমান, করিম হাওলাদার, এস এম আনিসুর রহমান, মোঃ জনি, মোঃ দেলোয়ার হোসেন (দেলু),সাইদুর রহমান লিংকন, লুৎফর রহমান বিপ্লব, আলমগির ভুঁইয়া, মোঃ তাজুল ইসলাম, মাকসুদা আহাম্মেদ, মোঃ শাহাজাহান, আল আমিন, মোঃ আল আমিন, রুহুল আমিন তালুকদার।

সবশেষ সকলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হূয়। বনভোজনে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান, মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম খান। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং আগামী দিনে সবাই মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন