৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩২:০৩ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিবাদ সমাবেশে বক্তারা
যেখানে সিদ্দিক সেখানেই প্রতিরোধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
যেখানে সিদ্দিক সেখানেই প্রতিরোধ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা


জাতিসংঘের সাধারণ অধিবেশে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে-যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ। এবার ঠিক উল্টো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের বিভক্তি এবং ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। একই দিন রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিকস অনুষ্ঠানের বক্তারা বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে ড. সিদ্দিকুর রহমানের কবর রচিত হবে। দুটো অনুষ্ঠানটিই গত ১৯ মে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সন্ধ্যায় জ্যকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। সভায় সভাপতিত্বে করেন ড. প্রদীপ রঞ্জন কর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং মহিউদ্দিন দেওয়ানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী নেতা খোরশেদ খন্দকার, রমেশ নাথ, শেখ জামাল, মোহাম্মদ আলী সিদ্ধিকী, শাহ বখতিয়ার, এম এ করিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন, শামসুল আবেদীন, ফরিদ আলম, মিসবাহ আহমেদ, আনিুল ইসলাম কলিন্স, মুজাহিদুল ইসলাম, সুব্রত তালুকদার, হুমায়ুন চৌধুরী, আশরাফ মাসুক, হাকিকুল ইসলাম খোকন, আকতার আহমেদ, শাওকত আকবর রচি, মোহাম্মদ সোহেল রানা, শেখ আতিকুল ইসলাম, ওহাব জোয়ার্দার, আব্দুস শহীদ, জেড এ জয়, নাজমুল ইসলাম, কপিল চৌধুরী, মফিজুল ইসলাম রুমি, আবুল হুসেন, শাহীদুল হক দুখু, শ্যামল দত্ত, জাহাঙ্গীর মিয়া, জাহিদুল ইসলাম, গণেশ কীত্তণীয়া, রাগিব হোসেন, আব্দুল জলিল, অপ্যাপিক হুসনে আরা বেগম প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্বে করেন ড. প্রদীপ রঞ্জন কর এবং সভাপতি পরিচালনা করেন মিসবাহ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফজলুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইরীন পারভীন।

প্রতিবাদ র‌্যালিতে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সংগঠনের গঠনতন্ত্র না মেনে নিজের ইচ্ছামত সংগঠন পরিচালিত করছেন। প্রধানমন্ত্রীর দেওয়া কমিটিকে লন্ডভন্ড করে পদ-পদবি বিলিবণ্টন করছেন। তার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ করেন। তারা বলেন, ড. সিদ্দিকুর রহমান জামায়াত-বিএনপির দালাল এবং বিএনপি জামাতের দালালি করতে গিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছেন।

আলোচনা সভায় ড. প্রদীপ রঞ্জন কর এবং আইরীন পারভীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনেন এবং তারা বলেন, আগামী সেপ্টেম্বর মাস হবে ড. সিদ্দিকুর রহমানের কবর রচনার মাস। ২০১৭ সাল থেকেই তাকে সভাপতিত্ব করতে দেওয়া হচ্ছে না। তারপরও সে নিলর্জ্জের মতো পদ আটকে রেখেছে। তার কোনো লাজলজ্জা নেই।

শেয়ার করুন