১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


অসুস্থ খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৩
অসুস্থ খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি


অসুস্থবোধ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন এই কথা জানান। তিনি বলেন,‘‘ গভীর রাতে গুলশানের বাসায় বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে চিকিতসকদের নিবিড় পর্যবেবক্ষনে আছেন।”

 

গতকাল শুক্রবার সকালে সেগুন বাগিচায় বিএনপির মিডিয়া সেলের আয়োজিত আলোচনা সভা এবং দুপুরে মহানগর উত্তর বিএনপির আয়োজিত বিএনপির পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ করেন।পদযাত্রাটি মিরপুর স্বপ্না শপিং শপ মোড়ের সামনে থেকে আগারগাঁও পর্যন্ত পুরো পথে তিনি নেতা-কর্মীদের ছিলেন।

 

রাতে গুলশানে বাসা যাওয়ার পর অসুস্থ বোধ করেন, বুকে কিছুটা ব্যথা অনুভব করলে তাকে চিকিতসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


এ্ভারকেয়ার হাসপাতালে ৭তম তলায় কেবিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিতসাধীন আছেন। গত সোমবার রাতে ‘হঅত’ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনে এই হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে  একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিতসাধীন আছেন।


শেয়ার করুন