১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৫৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভানিয়ার আহ্বায়ক কমিটি
নাজমুল হাসান বাবু
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভানিয়ার আহ্বায়ক কমিটি অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ


পেনসিলভানিয়ার আপার ডার্বির ঢাকা ক্লাবের হলরুমে গত ২২ মার্চ বৃহত্তর কুমিল্লাবাসীর উদ্যোগে এক অনাড়ম্বর সভার মাধ্যমে বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভানিয়ার নবযাত্রা শুরু হলো। সভায় উপস্থিত সবাই মত দেন যে, পেনসিলভানিয়ায় বৃহত্তর কুমিল্লা কুমিল্লাবাসীর একটি সংগঠন প্রয়োজন। এই লক্ষ্যে সবার সম্মতিক্রমে বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভানিয়া এই নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করার জোর মতামত জানান। এরই ভিত্তিতে উপস্থিত সবার সম্মতিতে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে সাইদুজ্জামান ডেনি ও সদস্য সচিব ফারুক আহমেদ ভূঁইয়া পলাশকে মনোনীত করা হয়।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় মো. ওমর ফারুক, মো. ইকবাল হোসেন, কাউসার আহমেদ ও মো. নাজমুল হাসান বাবুকে। সদস্য হিসেবে আব্দুস সামাদ, শামসুল হুদা টুটুল, সুশান্ত কর্মকার, আনিসুর রহমান, নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন রিয়াদ ও রিপনকে দায়িত্ব অর্পন করে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এই আহ্বায়ক কমিটি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়াও আগামী ৫ এপ্রিল আহ্বায়ক কমিটির নেতৃত্বে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হবে যাতে বৃহত্তর কুমিল্লার সবকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে পেনসিলভানিয়ায় যে যেখানে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাবেন।

শেয়ার করুন