১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


দেশবাসী বিএনপির অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি- ওবায়দুল কাদের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২২
দেশবাসী বিএনপির অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি- ওবায়দুল কাদের


‘দেশের মানুষ বিএনপির শীর্ষ নেতৃত্বে সরাসরি নির্দেশে পরিচালিত বিভীষিকাময় অগ্নি সন্ত্রাসের কথা ভুলে যায়নি’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেন।


তিনি বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপপ্রচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- ২০১৩ সালের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার কার্য চলমান থাকা অবস্থায় ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিহত এবং ২০১৫ সাল বেগম খালেদা জিয়া ঘোষিত তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামাত-বিএনপি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেড় শতাধিক মানুষ নিহত হয়। দেশী ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামাতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনে তাদের নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যা নির্দেশনা দিচ্ছে, এমন ফোনালাপ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। 


 ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বৈশ্বিক এই সংকট পুঁজি করে বিএনপি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। সারা দেশের বিবেকবান। মানুষ যখন জামাত-বিএনপি'র অগ্নি সন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে, তখন বিএনপি নেতৃবৃন্দ নির্লজ্জভাবে অপকর্মের দায় অস্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে। 


বিবৃতিতে তিনি বলেন, জামাত-বিএনপি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী আন্তর্জাতিক শক্তি। অগ্নি সন্ত্রাসের কারণে কানাডার ফেডারেল আদালত দুটি পৃথক মামলা বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে রায় প্রদান করে। আজ বিএনপির নেতৃবৃন্দ তাদের অপকর্মের কথা ভুলে গেলেও বাংলাদেশের জনগণ তা কখনো ভুলে যায়নি। 


শেয়ার করুন